Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ভাগে ২৯০ টিকিট

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন রাশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপ ফুটবল আসরে বাংলাদেশের ভাগে পড়েছে ২৯০টি টিকিট। এই টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফা দিচ্ছে বিক্রি করার লক্ষ্যে। গতকাল বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ছয় ক্যাটাগরির ব্যাক্তিরাই কেবল সংগ্রহ করতে পারবেন বিশ্বকাপের টিকিট। এরা হলেন- (১) বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, (২) বাফুফে সদস্য সংস্থাসমূহের কর্মকর্তা, (৩) ক্লাব কর্মকর্তাবৃন্দ, (৪) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা, (৫) বাফুফেতে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও (৬) ফুটবল খেলোয়াড়রা। বিশ্বকাপের টিকিট সুষ্ঠভাবে সরবরাহের লক্ষ্যে বাফুফে ইতোমধ্যে ছয় সদস্যের একটি উপ-কমিটি গঠন করেছে। ছয় ক্যাটাগরির ব্যাক্তিরা ১৯ থেকে ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত মতিঝিলস্থ বাফুফে ভবনে হিসাব শাখায় প্রয়োজনীয় কাগজপত্রসহ টিকিট ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রয়োজন পড়বে- (১) নির্দিষ্ট আবেদন ফরম ও অঙ্গীকারনামা, (২) পাসপোর্টের ফটোকপি, (৩) দুই কপি ছবি, (৪) ভিজিটিং কার্ড ও (৫) ব্যাংকে টাকা জমা প্রদানের মূল ভাউচার। একজন আবেদনকারী সর্বোচ্চ দুইটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন। টিকিট সরবরাহের ক্ষেত্রে বাফুফের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। রাশিয়ার ভিসা পাওয়া বা বাতিল সংক্রান্ত কোন দায়-দায়িত্ব বাফুফে গ্রহণ করবে না। বরাদ্দকৃত টিকিট কোনভাবেই তৃতীয় কোন সংস্থা বা ব্যাক্তির কাছে হস্তান্তর করা যাবে না। শুধু তাই নয়, বরাদ্দকৃত টিকিটের মাধ্যমে কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এবং যারা টিকিট পাবেন বলে বিবেচিত হবেন না তাদের টাকা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে ফেরত দেয়া হবে। টিকিট ক্রয়ের লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্ট নং- ১০৮-১৩১০০০০১২৮৮ তে টাকা জমা দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকিট

১১ জানুয়ারি, ২০২৩
৩০ ডিসেম্বর, ২০২২
২৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ