বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের কপি সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া হবে।
আদালত সূত্র জানিয়েছে, রায়ের অনুলিপি প্রিন্ট দেওয়া শেষ। ৬৩২ পৃষ্ঠা রায়ের অনুলিপি দিতে ১১৬৮ ফোলিও প্রিন্ট দেওয়া হয়েছে। এখন তুলনা চলছে। বিকেল ৪টা নাগাদ রায়ের কপি দেওয়া সম্ভব হবে।
রোববার ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে সোমবার রায়ের কপি দেওয়ার আশ্বাস দেন।
রায়ের কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন খালেদার আইনজীবীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।