Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থী বাছাইয়ে বিএনপি এগিয়ে আ.লীগের ৪০ জনের দৌড়ঝাঁপ

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ীর পাংশা উপজেলায় আগামী ৭মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। এদিক দিয়ে বিএনপি বেশ এগিয়ে রয়েছে। তারা অধিকাংশ ইউনিয়নে তাদের প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে ধানের শীষ প্রতীকের জন্য প্রেরণ করেছে বলে দলীও সূত্রে জানা যায়। অপর দিকে ক্ষমতাশীন আওয়ামী লীগ তাদের নির্ধারিত ফর্মে মনোনয়নপত্র জমা নিয়েছেন গত ৬ মার্চ। মনোনয়নপত্র জমাদানের পর থেকেই নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। অধিকাংশ প্রার্থীই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের উপর আস্থা রেখে দলীও কর্মকা- ও প্রচার প্রচারণা চালিয়ে চলছেন সেই সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সু-সর্ম্পক বজায় রেখে সময় পার করছেন। অপর দিকে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিছু প্রার্থী ঢাকায় গিয়ে দলের নেতাদের ম্যানেজ করে মনোনয়ন পেতেও জোর লবিং তদবির করে চলছেন বলেও জানা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন প্রার্থী মনোনয়ন পেতে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালিয়ে আসছেন তারা হলেন ১নং বাহাদুরপুর ইউনিয়ন থেকে ৭জন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা মো. ইমান আলী মাস্টার, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম সগির, বর্তমান চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম মহন, ইউপি সদস্য হুমায়ন কবির শাকিল, মো. ফরিদ উদ্দিন ফরিদ, এনামূল হক (হক সাহেব), মুন্সী মহসীন। ২নং হাবাসপুর ইউপি থেকে : ৪জন বর্তমান ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ খান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক বিশ্বাস। ৩নং মাছপাড়া ইউনিয়নে একক প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো। ৪নং বাবুপাড়া ইউপিতে ৪জন : বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার, সভাপতি আব্দুল ওহাব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় সম্পাদক মো. ইমান আলী সরদার, ডা.গিয়াস উদ্দিন। যশাই ইউপিতে ৪ জন : বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম খান, তার ছেলে আবু হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম শাহজাহান। ৫নং শরিষা ইউপিতে ২জন : বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল আল-বাহার। মৌরাট ইউপিতে ৭জন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী সরদার, তার আপন ভাই মো. শওকত আলী সরদার, বাগদুলী বাজার বণিক সমিতির সভাপতি মো. কেসমত আলী শেখ, আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামাণিক, এস এম আতাউল্লাহ শামীম, আব্দুল আলীম মিয়া, জাহিদুল ইসলাম সবুজ মুন্সী। ৮নং পাট্টা ইউনিয়ন : ৩ জন গোলাম মোস্তফা লুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা মো. হাসিবুর রহমান বরকত বিশ্বাস। ০৯ নং কসবামাজাইল ৫জন : বর্তমান চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল শাম, জজ আলী বিশ্বাস, হাবিবুর রহমান বিশ্বাস, টিটু মুন্সী, কামরুজ্জামান। কলিমহর ইউনিয় আ.লীগের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মন্ডল, আ.লীগ নেতা সেকেন আলী মোল্লা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কে কে পাচ্ছেন নৌকা প্রতীক এ নিয়ে উপজেলার সর্বত্রই চলছে চুল ছেড়া বিশ্লেষণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থী বাছাইয়ে বিএনপি এগিয়ে আ.লীগের ৪০ জনের দৌড়ঝাঁপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ