Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন উপজেলায় ১৩২ চেয়ারম্যান প্রার্থীসহ ১২৪৯ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার ৩৮ ইউনিয়ন ও বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে ১৩২ চেয়ারম্যান প্রার্থীসহ মনোনয়ন দাখিল করেছেন ১২৪৯ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার ১৬টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ মোট ৬৭ জন চেয়ারম্যান, ৪শ’ ৪১ জন সাধারণ ও ১শ’ ১৭ জন সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত রোববার তাদের মনোয়নপত্র দাখিল করেছেন। শরীয়তপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদরের ১১ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন দাখিল করেছেন পালং ইউনিয়নে মো. আবুল হোসেন দেওয়ান, তুলাসার ইউনিয়নে আমিন উদ্দিন ফকির, আংগারিয়া ইউনিয়নে তাছলিমা বেগম ডোরা, বিনোদপুর ইউনিয়নে মো. আব্দুল হামিদ সাকিদার, চিতলিয়া ইউনিয়নে আব্দুস ছালাম হাওলাদার, রুদ্রকর ইউনিয়নে মোক্তার হোসেন চৌকিদার, চিকন্দী ইউনিয়নে অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার, মাহমুদপুর ইউনিয়নে মো. শাহ আলম খান, চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক মোল্লা, শৌলপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, ডোমসার ইউনিয়নে মাস্টার মুজিবুর রহমান খান। সদর উপজেলায় বিএনপি থেকে মনোনয়ন দাখিল করেছেন, পালং ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা বিএম আনিছ উদ্দিন, তুলাসার ইউনিয়নে হুমায়ুন কবীর রেজা, আংগারিয়া ইউনিয়নে আব্দুর রব হাওলাদার, বিনোদপুর ইউনিয়নে এস এম শাহ আলম, চিতলিয়া ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন মোল্যা, রুদ্রকর ইউনিয়নে হাবিবুন্নাহার, চিকন্দী ইউনিয়নে অ্যাডভোকেট জালাল আহম্মেদ সবুজ, মাহমুদপুর ইউনিয়নে আবুল কালাম মুন্সি, চন্দ্রপুর ইউনিয়নে হাবিবুর রহমান সিকদার, শৌলপাড়া ইউনিয়নে মোহাম্মদ আলী মাদবর, ডোমসার ইউনিয়নে জহিরুল ইসলাম তপন খান। এছাড়াও পালং ইউনিয়নের সদর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান গগন খান, আ.লীগ কর্মী খন্দকার আবুল ফজল, তুলাসার ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম ফকির, আঙ্গারিয়া ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাত জাহান ইলোরা, আ.লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদার, হায়দার আলী, সেলিনা বেগম, বিনোদপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, রুদ্রকর ইউনিয়নে আ.লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, চিকন্দী ইউনিয়নে আবদুল হাকিম মাদবর, নুসরাত জাহান সুমি, চন্দ্রপুর ইউনিয়নে রামিজ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদার, শৌলপাড়া ইউনিয়নে মো. ফজলুল হক, মো. ভাসানী, ডোমসার ইউনিয়নে চান মিয়া মাদবর, মাহমুদপুর ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাজাহান ঢালী, চিতলীয়া ইউনিয়নে শাখাওয়াত হাওলাদার, নিজাম উদ্দিন হাওলাদার, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের পক্ষে চিতলিয়ায় ইসলামী আন্দলনের আবু বকর সিদ্দিক শৌলপাড়া ইউনিয়নে মো. ইয়াসিন হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন। এদিকে, গোসাইরহাট উপজেলায় আ.লীগ থেকে মনোয়ন দাখিল করেছেন, সামন্তসার ইউনিয়নে আবুল কালাম বেপারী, গোসাইরহাট ইউনিয়নে মোজাফ্ফর হোসেন সরদার, কোদালপুর ইউনিয়নে সৈয়দ বশির আহাম্মেদ, নাগেরপাড়া ইউনিয়নে হাজী মহসিন সরদার, নলমুড়ি ইউনিয়নে মাহফুজুর রহমান মিয়া। বিএনপির প্রার্থীরা হলেন, গোসাইরহাট ইউনিয়নে তারিক আজিজ মোবারক ঢালী, সামন্তসার ইউনিয়নে আকতার হোসেন নান্টু খান, কোদালপুর ইউনিয়নের সাইফুল ইসলাম মৃধা, নাগের পাড়া ইউনিয়নে জাকির হোসেন মন্টু দপতরি, নলমুড়ি ইউনিয়নে আদম আলী খান। এছারাও কোদালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার, কোদালপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন খান, শাহাদাদ সরদার, গোসাইরহাট ইউনিয়নে মো. আসাদুজ্জামান রিপন মিয়া, জুলফিকার আলী, ফেরদৌসী বেগম, নলমুড়ি ইউনিয়নে রুস্তম আলী শিকদার, হাবিবুর রহমান শিকদার, আজাহার সরদার, সামন্তসার ইউনিয়নে তাজ মিয়া রাঢ়ি, বর্তমান চেয়ারম্যান আমির হোসেন পঞ্চায়েত, নাগের পাড়া ইউনিয়নে রেজাউল করিম লিটন, ফরিদ উদ্দিন আকন, হেলাল উদ্দিন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও শরীয়তপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ২শ’ ৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং গোসাইরহাট উপজেলার ৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১শ’ ৪২ জন ও সংরক্ষিত সদস্য পদে ২৪ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপি ও আ.লীগ এবং স্বতন্ত্র¿ চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মোট ৬৫ জন প্রার্থীসহ ১১ ইউনিয়নে সংরক্ষিত আসনে মোট ১শ’ ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪শ’ ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রামেশ্বরপুর ইউনিয়নে আ.লীগের রফি নেওয়াজ খান রবিন, বিএনপির আব্দুল ওহাব ম-ল, সোনারায় ইউনিয়নে আ.লীগের তারাজুল ইসলাম, বিএনপির লুৎফর রহমান তারাজুল, স্বতন্ত্র¿প্রার্থী মোরশেদুর রহমান, মশিউল আলম রিপন, রফিকুল ইসলাম রাঙ্গা ও রাহিদ মোস্তাফিজ, কাগইল ইউনিয়নে আ.লীগের শফি আহম্মেদ স্বপন, বিএনপির আগা নিহাল বিন জলিল তপন, স্বতন্ত্র¿¿ প্রার্থী নবীউল আহসান রিপন, মশিউর রহমান সরদার, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ মোল্লা ও তারেকুর রহমান, দক্ষিণপাড়া ইউনিয়নে আ.লীগের অ্যাড. রফিকুল ইসলাম, বিএনপির আহসান হাবিব সেলিম, জাকের পার্টির আবু তালেব, স্বতন্ত্র¿প্রার্থী গাজী মাসুদার রহমান চৌধুরী, আমিনুল ইসলাম সাইফুল, রায়হান ইসলাম রবিন, গাবতলী সদর ইউনিয়নে আ.লীগের ফারুক আহম্মেদ, বিএনপির মতিউর রহমান কামাল, স্বতন্ত্র¿প্রার্থী শহিদুল ইসলাম, শাহাদত ইসলাম সাগর ও আলমগীর হোসাইন খান, দূর্গাহাটা ইউনিয়নে আ.লীগের আব্দুল মতিন মিঠু, বিএনপির আব্দুল হান্নান, স্বতন্ত্র¿প্রার্থী তোজাম্মেল হক, আবু বেলাল, তাজুল ইসলাম লিটন ও আলীমুর রাজু, বালিয়াদিঘী ইউনিয়নে আ.লীগের ইউনুছ আলী ফকির, বিএনপির শফিকুল ইসলাম ভূধন, স্বতন্ত্র¿প্রার্থী রেজা রহমান প্রাং, শাহীন ফেরদৌস, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান মাহবুব ও খাদেমুল ইসলাম, নাড়–য়ামালা ইউনিয়নে আ.লীগের আব্দুল গোফফার আলী, বিএনপির ফজলে রাব্বী ম-ল ফিরোজ, স্বতন্ত্র¿প্রার্থী মোস্তাফিজার রহমান রঞ্জু, একেএম আক্তারুজ্জামান লিটন, রুহুল হাসান রুহিন, উম্মে হাবিবা মুক্তি, নুরুজ্জামান, নেপালতলী ইউনিয়নে আ.লীগের লতিফুল বারী মিন্টু, বিএনপির জুলফিকার হায়দার গামা, স্বতন্ত্র¿প্রার্থী সাজেদুর রহমান সুজন, আতরাব আলী ডাবলু মন্ডল, মহিষাবান ইউনিয়নে আ.লীগের ওয়াজেদ হোসেন, বিএনপির মোতাহার হোসেন ম-ল, স্বতন্ত্র¿¿প্রার্থী আমিনুল ইসলাম, জাহেদুল ইসলাম, ইউনুছ আলী, আরিফুল ইসলাম, আব্দুল মজিদ ম-ল, নুরুল ইসলাম ও আশিকুল ইসলাম, নশিপুর ইউনিয়নে আ.লীগের আব্বাস আলী প্রামানিক, বিএনপির রাজ্জাকুল আলম রোকন তালুকদার, স্বতন্ত্র¿¿প্রার্থী জারর্জিসুল আলম, নজরুল ইসলাম মিন্টু ও শাহীনুর রহমান শাহীন সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন উপজেলায় ১৩২ চেয়ারম্যান প্রার্থীসহ ১২৪৯ জনের মনোনয়নপত্র দাখিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ