Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রধান দুই দলের প্রার্থীদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ের আভাস

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন ইউপি নির্বাচনে আ.লীগ-বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন দ্বিতীয় ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বিএনপির ৩ জন প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন, আ.লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী, জামায়াত সর্মথিত ২জন প্রার্থী, জাতীয় পাটির ১জন, ওয়ার্কাস পাটি ১জন আ.লীগ ৫জন প্রার্থী দলীয় মনোনয়ন পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। সরেজমিনে এলাকা ঘুরে জানা গেছে, ১ নং ধর্মগড় ইউনিয়নে আ.লীগের প্রার্থী আলহাজ্ব মুকুলের (নৌকা প্রতীক)’র সাথে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সর্মথিত বর্তমান চেয়ারম্যান লোকমান আলীর (ঘোড়া প্রতীক)’র লড়াই হবে। ভোটারদের কাছ থেকে জানা গেছে এখন পর্যন্ত জামায়াত সমর্থিত প্রার্থী লোকমান আলী এগিয়ে আছে। স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ বসে নেই, তিনি মুকুলের কাল হয়ে দাঁড়িয়েছে। ২নং নেকমরদ ইউনিয়নে আ’লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন (নৌকা প্রতীক)’র সাথে জাতীয় পাটি সর্মথিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হক (আনারস প্রতীক)’র ভোট লড়াই হবে। ভোটার মিজানুর রহমান, করিমুল, নুরুল ইসলাম সহ আরো অনেকে জানান, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাজী মাকসুদুল (ঘোড়া প্রতীক) এনামুল হকের কাল হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আবুল হোসেন এগিয়ে আছে। ৪নং লেহেম্বা ইউনিয়নে আ’লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ (নৌকা)’র সাথে বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান হাসান আলী (ধানের শীষ প্রতীক)’র হাড্ডা হাড্ডি লড়াই হবে। ভোটাররা জানান, দুলাল (হাতুড়ি মার্কা) হাসান আলীর বিপদ ডেকে এনেছে। ৬নং কাশিপুর ইউনিয়নে আ’লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান আ. রউফ (নৌকা প্রতীক)’র আ’লীগের বিদ্রোহী প্রার্থী মাহাতাব উদ্দীন (আনারস প্রতীক) ও বিএনপির প্রার্থী আফজাল হোসেন আফাজ (ধানের শীষ প্রতীক)’র সাথে ত্রি-মুখী লড়াই হবে। ওই এলাকার ভোটার কাদিহাট উচ্চ বিঃ প্রধান শিক্ষক আঃ রহিম জানান, অর্জিনাল মাঝি বৈঠা পাইনি, ইউনুস, মতিউর, ইব্রাহীম, সিরাজুল সহ আরো অনেকে নৌকার বিজয় অনিশ্চিত বলে মনে করছে। আঃ রউফের কাল হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী মাহাতাব উদ্দীন ৭নং রাতোর ইউনিয়নে আ’লীগের বর্তমান চেয়ারম্যান শরৎ চন্দ্রে (নৌকা প্রতীক)’র সাথে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আঃ রহিম (আনারস প্রতীক)’র ভোট যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটাররা জানান, শরৎ চন্দ্র এখন পর্যন্ত এগিয়ে আছে। তবে বিদ্রোহী প্রার্থী আঃ রহিমও বসে নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান দুই দলের প্রার্থীদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ের আভাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ