রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
আগামী ৩১ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাই ভোট যুদ্ধে নেমেছেন। এ কারণে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সাধারণ ভোটাররা। কাকে ভোট দিবেন তা নির্ধারণ করতে পারছেন না। কারণ দুই ভাইয়েই ভোটারদের কাছে প্রিয়। তফশিল ঘোষণার পর বেলকা ইউনিয়নে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জহুরুল হক সরদার ও তার সহোদর ছোট ভাই কামরুজ্জামান সরদার সরোয়ার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ভোটারদের একটা ধারণা ছিল প্রত্যাহারের দিন যে কোন এক ভাই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন। কিন্তু তা আর হয়নি। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সরদার সরোয়ার বলেন, বড় ভাই জহুরুল হক সরদার বিগত তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের দাবির মুখে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আশাবাদী ভোটাররা যোগ্য মনে করে তাকে নির্বাচিত করবেন। অপরদিকে বড় ভাই জহুরুল হক সরদার জানান, তিন বার জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবারো নির্বাচিত করবেন। দুই ভাইয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। বড় ভাই জহুরুল হক সরদারের প্রতীক মোটরসাইকেল ছোট ভাই কামরুজ্জামান সরদারের প্রতীক চশমা। বেলকা ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, আমরা বড় বেকায়দায় পড়েছি। কাকে ভোট দেবো আর কাকে না দেবো এনিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।