Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

এআইটির এমেরিটাস প্রফেসর ড. নুরুল আমিন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ড. এটিএম নুরুল আমিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনস্টিটিউট অব টেকনোলোজি (এআইটি)এমেরিটাস প্রফেসর উপাধিতে ভূষিত হয়েছেন। প্রফেসর আমিন অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন কানাডার ইউনিভার্সিটি অব মানিটোবা থেকে। পহেলা ফেব্রুয়ারি এআইটি এর প্রেসিডেন্ট প্রফেসর ওয়ারসাক কানক-নুকুলচাই, এআইটির বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদনে প্রফেসর এটিএম নুরুল আমিনকে এই সম্মাননা প্রদান করেন। উপাধি ঘোষনায় থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, এআইটির পূর্ণকালীন প্রফেসরদের অবসর গ্রহনের পর এমেরিটাস উপাধি তাদেরকেই প্রদান করা হয় যারা আন্তর্জাতিক পরিসরে পেশাগত মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং পেশাদারি কাজের মাধ্যমে এআইটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সম্মাননার উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে অপ্রাতিষ্ঠানিক খাত, বেকারত্ব এবং দারিদ্র বিষয়ক, নগরায়ন, নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনা গবেষণায় প্রফেসর আমিনের ১৭৬টি প্রকাশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবদানের কথা। অবসর গ্রহনের পরও ড. এটিএম নুরুল আমিন তার পেশাগত জীবনে সক্রিয় আছেন এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং চেয়ারপারসন পদে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনীতি

৩ জানুয়ারি, ২০২৩
২১ নভেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ