Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিটার র‌্যাবিট

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লাইভ অ্যাকশন ও সিজিআই এনিমেশন অ্যাডভেঞ্চার কমেডি ‘পিটার র‌্যাবিট’ পরিচালনা করেছেন উইল গøাক। ‘অ্যানি’ (২০১৪), ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’ (২০১১), ‘ইজি এ’ এবং ‘ফায়ার্ড আপ!’ গøাক পরিচালিত চলচ্চিত্র।
ডানপিটে খরগোস পিটার (ভয়েস : জেমস করডেন) আর তার তিন বোন ফ্লপসি (ভয়েস : মারগট রবি), মপসি (ভয়েস : এলিজাবেথ ডেবিকি) আর কটন-টেইলের (ডেইজি রিডলি) জীবনের একমাত্র কাজ হলে বুড়ো মি. ম্যাকগ্রেগরের (লাইভ : স্যাম নিল) আশপাশে ঘুরঘুর করা আর তার বাগানের সবজি নষ্ট করা বা খেয়ে ফেলা। তাদের বিশ্বাস ম্যাকগ্রেগরের খামার আর বাড়িটি একসময় তাদের ছিল তাদের পূর্বপুরুষদের বাসস্থান। এলাকার সবাই আবার ম্যাকগ্রেগরের মত নয়। বিশেষ করে প্রতিবেশি বি (লাইভ : রোজ বার্ন)। বি খরগোশদের পছন্দ করে, তাদের নিজের বাড়িতে ঢুকতে দেয় যখন খুশি তখন, বিশেষ করে বৃষ্টির সময়। হঠাত করে বুড়ো মারা গেলে তার ভাইয়ের ছেলে টম (লাইভ : ডোনাল গিøসন) বাড়ির মালিকানা পায়। টম লন্ডনের হ্যারডসে কাজ করে। সে ঠিক খামারবাড়িটি পছন্দ করে না। সেটি বিক্রি করার জন্য একদিন সে সেখানে আসে। বি’র সঙ্গে দেখা হবার পর তার প্রেমে পড়ে যায় সে। কিন্তু পিটার তাদের এই সম্পর্ক ঠিক পছন্দ করতে পারে না। তার চোখে নতুন তরুণ ম্যাকগ্রেগর বুড়োর মতই মন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটার র‌্যাবিট

১৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ