রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গৌরীপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাকিবুল ইসলাম রাকিব (১০) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী শাহ আলম। সোমবার রাতে গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। রাকিব নাজিরপুর গ্রামের ওসমান গণির ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিহত স্কুলছাত্রকে আ.লীগ কর্মী বানিয়ে প্রতিপক্ষরা ঘায়েল করতে বিএনপি সমর্থিত প্রার্থী জায়েদুর রহমান ও তার ভাই মিজানুর রহমান মিজানসহ বেশ কয়েকজন সমর্থকদের মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টায় থানায় আটক করে। খবর পেয়ে গভীর রাতে এলাকাবাসী গৌরীপুর থানায় এসে তাদেরকে আটকের বিরুদ্ধে প্রতিবাদ করলে রাতেই ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গণির সঙ্গে তার পাশের বাড়ির শাহ আলমের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার রাত সাড়ে ৮টায় গণির ছেলে শাহ আলম প্রতিপক্ষ রাকিবকে একা পেয়ে মাথায় অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে। এব্যাপারে নিহতের মা রোমেলা থাতুন বাদী হয়ে থানায় মামলা করলে গতকাল মঙ্গলবার ভোরে শাহ আলমকে গৌরীপুর থানার পুলিশ গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।