রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া উপজেলায় গত ২৮ মার্চ সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ক্লাস বর্জন করে। শিক্ষার্থীরাসহ অভিভাবকরা এই বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদসহ প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করে। এ সময় একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পৌরসভার প্যানেল মেয়র আজিম মিস্ত্রি স্বাক্ষরিত নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত স্মারকলিপি হতে জানা গেছে, উপজেলার মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শামীম উদ্দীন সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য চেষ্টা করছে। এ দিকে ঘটনার দিন বিদ্যালয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে সহকারী শিক্ষক শামীম উদ্দীনকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশে জেলা শিক্ষা অফিসার সুপারিশ করেছেন। এ সংবাদে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও উপস্থিত অভিভাবকরা তাৎক্ষণিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২টি কক্ষে হামলা চালিয়ে জানালায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।