Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিসিবি’র শুভেচ্ছাদূত শোয়েব আখতার

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার। বোর্ড চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেস্টা এবং পিসিবির শুভেচ্ছাদূত হিসেবে আখতারকে নিয়োগদানের বিষয়টি গতকালই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
এর আগে ২০১৩ সালে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেঠি দায়িত্ব পালন করছিলেন তখন তার প্রধান সমালোচক ছিলেন ৪২ বছর বয়সি শোয়েব। তিনি ওই সময় বলেছিলেন, ‘শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেটের অবনমন ঘটবে। তার জানা উচিত, তিনি এখন ডিসিবি চেয়ারম্যান। কোন টেলিভিশন চ্যানেলের উপস্থাপক নন।’
২০১৫ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয়ভাবে পরাজয়ের জন্য শেঠি এবং পিসিবি’র গোটা পরিচালনা পর্ষদকে দায়ী করেছিলেন শোয়েব। এর আগে ১৪ বছরের খেলোয়াড়ী জীবনেও শেঠির সঙ্গে বিভিন্ন সময় বিরোধে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের এই গতি তারকা। বোর্ডে নিযুক্ত হওয়া শোয়েবের বর্তমান কাজ এবং এর ধরন কি হবে সেটি এখনো পরিষ্কার নয়। তবে এর মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে শোয়েব ও শেঠির মধ্যে সম্পর্কের দারুণ উন্নতি ঘটেছে। শোয়েব তার টুইট বার্তায় লিখেছেন, ‘পিসিবি তাকে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ