Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনিশ্চিত মালিঙ্গা

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : আগামী ৬ মার্চ থেকে বাংলাদেশ-ভারতকে নিয়ে দেশের মাটিতে আসন্ন নিদহাস টি-২০ ট্রফিতেও অনিশ্চিত লাসিত মালিঙ্গা। ভারত সিরিজ চলাকালীন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসিকারার সাথে দ্ব›েদ্ব জড়িয়ে গত সেপ্টেম্বর থেকেই জাতীয় দলের বাইরে থাকা ডান হাতি এই পেসারকে ঘরোয়া ক্রিকেটে খেলতে এবং ফিটনেস প্রমাণ করতে বলা হয়েছে লঙ্কান ক্রিকেট থেকে।

শুধুমাত্র জাতীয় দলেই নয়, ঘরোয়া টি-২০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) উপেক্ষিত মালিঙ্গা। এগারতম আইপিএলের নিলামের আগেই তাকে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর নিলামেও অবিক্রিত থেকে যান মালিঙ্গা।
ইতোমধ্যেই অবসরের আভাস দেয়া মালিঙ্গ কিছুদিন আগে ২০১৯ বিশ্বকাপে দলের মেন্টর হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। নিদহাস ট্রফির দলে জায়গা না পেলে ভবিষ্যত নিয়ে চিন্তাটা খুব দ্রæতই নিতে হবে দেশের হয়ে ৩০টি টেস্ট, ২০৪টি ওয়ানডে ও ৬৮টি টি-২০ খেলা মালিঙ্গাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ