Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ খুললেন ট্রাম্প স্পেশাল ওয়ান

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একের পর এক কেলেঙ্কারির ঘটনা ফাঁসের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবার মুখ খুলেছেন প্লেবয় মডেল কারেন ম্যাকডোগাল। এই নারী বলেছেন, ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১০ মাস তার সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের। তাদের মধ্যে যৌন সম্পর্কও ছিল এবং ট্রাম্প তাকে তার জীবনে ‘বিশেষ’ নারী বলেছিলেন। তিনি তার দিনলিপিতে লিখেছেন, “ট্রাম্প আমাকে অর্থ দিতে চেয়েছিল। সেকথা শুনে আমি তখন আহত হয়েছিলাম। আমি বলেছিলাম, আমি সেই রকম মেয়ে নই। আমি অর্থের জন্য তোমার সঙ্গে শুইনি। আমি তোমাকে পছন্দ করেছি বলে তোমার সঙ্গে শুয়েছি। ‘তখন সে বলেছিল, তুমি ‘স্পেশাল ওয়ান’। কারেনের বক্তব্য প্রত্যাখ্যান করে ট্রাম্পের পক্ষ থেকে বরাবরের মতোই একে ফেইক নিউজ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে এই সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের শীতল প্রতিক্রিয়ার খবরও এসেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। ম্যাকডোগালের দাবি অনুযায়ী, তার সঙ্গে যখন ট্রাম্পের সম্পর্ক চলছিল, তখনই মেলানিয়ার গর্ভে ট্রাম্পের সন্তান ব্যারনের জন্ম হয়েছিল। নিউ ইয়র্কার সাময়িকীকে ম্যাকডোগাল বলেন, ২০০৬ সালে প্লেবয় ম্যানশনে প্লেবয় কর্ণধার (বর্তমানে প্রয়াত) হিউ হফনারের একটি পার্টিতে ম্যাকডোগালের সঙ্গে দেখা হয়েছিল ব্যবসায়ী ট্রাম্পের। ম্যাকডোগালের ভাষ্য অনুযায়ী, তখন তার প্রতি আসক্তি দেখে তাকে ট্রাম্পের ‘পরবর্তী স্ত্রী’ আখ্যায়িত করেছিলেন প্লেবয়ের একজন বিপণন কর্মকর্তা। প্লেবয় ম্যানশনে সাক্ষাতের পর ট্রাম্পের ব্যক্তিগত বাংলো বেভারলি হিলসে নিয়মিত মিলিত হওয়ার দাবি করছেন ম্যাকডোগাল। এনবিসি, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ