Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তিনজন গ্রেফতার
ইনকিলাব ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক শাখা থেকেই একশ’ ৮০ কোটি ডলার জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। দুইদিন ধরে দুই ডজনেরও বেশি স্থানে অভিযান চালানোর পর সিবিআই এদের গ্রেফতার করে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এনডিটিভি।

৭.২ মাত্রার ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ-পশ্চিম মেক্সিকোয়। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। ইউএসজিএস এর তথ্যমতে, ৭.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসের দুই ভূমিকম্পে মেক্সিকোর দুই শতাধিক মানুষ প্রাণ হারায়। রয়টার্স।

৬ সাংবাদিকের কারাদÐ
ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালের ব্যর্থ সেনাঅভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের ছয় সাংবাদিককে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। কারাদÐ প্রাপ্ত ছয় সাংবাদিক হলেন, নাজলি ইলচাক, আহমেত আলতান, মেহমেত আলতান, ফেভজি ইয়াজিকি, ইয়াকুপ সিমসেক ও সুকরু তুগরুল ওজসেনগুল। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ওই ছয় সাংবাদিক দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানায় বিবিসি। যদিও দÐাদেশ পাওয়া সবাই গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। দ্য গার্ডিয়ান।

হাতির দাঁত উদ্ধার
ইনকিলাব ডেস্ক : ভারতের আসাম থেকে নেপালে পাচারের সময় ধরা পড়েছে কোটি রুপি মূল্যের সাড়ে ১২ কেজি হাতির দাঁত। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে ভারতের কেন্দ্রীয় রাজস্ব দফতর (ডিআরআই)-এর গোয়েন্দারা। অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ি যাওয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের বাসে তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এবিপি।

কল গার্লের অভিযোগ
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের পরিকল্পনামন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে এক কলগার্লের দায়ের করা যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত শেষে খারিজ করে দিয়েছেন কোর্ট। কলগার্ল অভিযোগ করেছিলেন, তাঁকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন জেরাল্ড। কিন্তু সরকারি প্রসিকিউটররা বলছেন, ‘সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপনের’ কোনো আলামত তাঁরা পাননি। এএফপি।

বোমায় নিহত ২২
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় গত শুক্রবার অন্তত ২২ জন নিহত ও আরো ২৮ জন আহত হয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা নিউজ এজেন্সি অব নাইজেরিয়া (এসএএস) একথা জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার রাতে উপশহর কোনডুগার কাসুয়ার কিফি এলাকায় তিন আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শী ইদ্রিসা বানা জানায়, জনাকীর্ণ বাজারে তিন বোমা হামলাকারী একসাথে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। সিনহুয়া।

চীনে অগ্নিকাÐে ৯ জনের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : চীনের গুয়াংডং প্রদেশে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ এলাকায় অগ্নিকাÐে নয় জন নিহত হয়েছে। গুয়াংডংয়ের কিউংইয়ান শহরে গতকাল শনিবার ভোরে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা । তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে; অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানান উদ্ধারকর্মীরা। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ