নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গোলকোস্ট কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশ কন্টিনজেন্ট চূড়ান্ত হয়েছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা মিলিয়ে ৪১ সদস্যের বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে। আগামী ৪ থেকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোলকোস্টে বসছে কমনওয়েলথ গেমসের ২১তম আসর। এ আসরে বাংলাদেশ ছয়টি ডিসিপ্লিনে অংশ নেবে। এগুলো হলো- অ্যাথলেটিক, সাঁতার, ভারোত্তোলন, শুটিং, বক্সিং ও কুস্তি। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ মার্চ বাংলাদেশ দল অস্ট্রেলিয়া রওয়ানা হবে। বৃহৎ এই ক্রীড়া আসরে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে শুটিংয়ের। ১৩ শুটারের সঙ্গে তিন জন কোচ ও দুই কর্মকর্তাসহ ১৮ সদস্যের শুটিং দল যাবে গোলকোস্ট। শুটাররা অংশ নেবেন আটটি ইভেন্টে। ভারোত্তোলন দলের সদস্য সংখ্য ছয়। দলে পাঁচ ভারোত্তোলকের সঙ্গে যাচ্ছেন একজন কোচ। সাঁতারের চার সদস্যের দলে একজন কোচ কাম ম্যানেজার আর বাকি তিনজন সাঁতারু থাকছেন। অ্যাথলেটিক দলে দুই অ্যাথলেটের সঙ্গে গোলকোস্ট যাবে এক নারী কোচ। এবং তিন সদস্যের বক্সিং দলে দুই বক্সার ও একজন কোচ থাকছেন। কুস্তি দলেরও সদস্য সংখ্যা তিন। দুইজন কুস্তিগীরের সঙ্গে যাচ্ছে ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজেই। গোলকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দিন চৌধুরী। জেনারেল টিম ম্যানেজার করা হয়েছে ফখরুদ্দিন হায়দারকে। চিকিৎসক হিসেবে ডা: মো. শফিকুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা হয়ে মো. হাবিবুর রহমান যাচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।