নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির নির্বাচন করতে এখন আর কোন বাধা নেই। আইনি জটিলতা দূর হয়েছে বলে জানান, ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এক রিট পিটিশনের প্রেক্ষিতে সম্প্রতি কারাতের নির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন আদালত। ফলে ওই আদেশের কারনে নির্বাচনের একদিন আগে গত ৬ ফেব্রæয়ারি কারাতে ফেডারেশনের নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার কথা বলা হয় এনএসসির আদেশে। তবে বৃহস্পতিবার সেই জটিলতা দূর হয়েছে বলে বিস্বস্ত সূত্রে জানা গেছে। ফলে আইনি বাধা না থাকায় নির্বাচন আয়োজনের জন্য এনএসসির পরবর্তী আদেশের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। শেখ আলী আহসান বাদল বলেন, ‘কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত। এনএসসি নির্দেশ পেলেই আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।