Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সতর্ক রোনালদো আশাবাদী নেইমার

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের মাঠের কাজটুকু সেরে রেখেছে রিয়াল মাদ্রিদ। গেলপরশু রাতে সান্তিয়াগো বর্নাব্যু’য়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের জয়ে জোড়া গোল করেন রোনালদো। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। শুরুতে পিছিয়ে পড়ার পর রিয়ালকে স্পট কিক থেকে সমতায় ফেরানো ক্রিশ্চিয়ানো রোনালদোই পরে দলকে এগিয়ে নেন। বারুদে ম্যাচে জয় নিয়েও ফিরতি লেগের আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন দলটির তারকা এই ফরোয়ার্ড। আগামী ৬ মার্চের ফিরতি লেগের আগে নিজেতো মাটিতে পা রাখছেনই, সতীর্থদেরও সতর্ক করে দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অবশ্য সেরা আটে উঠতে হলে ফিরতি লেগে পিএসজিকে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে বলে রোনালদোর মনে স্বস্তিও আছে, ‘সবকিছুর নিষ্পত্তি এখনও হয়ে যায়নি। আমাদের জয়ের জন্য ও গোল করার জন্য প্যারিসে যেতে হবে। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের পর্বে যেতে হবে। এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়। আমরা শুরুটা ভালো করেছিলাম কিন্তু একটা গোল খেয়ে গেলাম। কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লিগ এবং মাদ্রিদ অভিজ্ঞ দল। আর ম্যাচটা ৯০ মিনিটের আর নিজেদের মাঠে এবং আমরা ভালো একটা ম্যাচ খেলতে নেমেছিলাম। পরের দুই গোলের জন্য আমরা ফিরতি লেগে এগিয়ে থাকব।’
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে শততম গোল পাওয়ার রাতে দল জেতায় রোনালদো আরও বেশি খুশি। প্রশংসা করতে ভোলেননি অপর গোলদাতা মার্সেলোকেও, মার্সেলোর গোল খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দারুণ খেলেছে এবং এটা তার প্রাপ্য ছিল। যখন আপনি গোল করবেন এবং আপনার দলও জিতবে, এটা সব সময়ই বিশেষ কিছু। সেটা হয়েছে এবং আমি জোড়া গোল করেছি।’
ম্যাচের আগে রিয়াল সমর্থকদের পাশে থাকার আহŸান জানিয়েছিলেন রোনালদো। পিছিয়ে পড়ার পরও পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার, ‘সমর্থকরা আমাদের অনেক সাহায্য করেছে এবং আমরা তাদের উষ্ণতা অনুভব করছিলাম। বিষয়গুলো এ রকমই হওয়া উচিত।’
রোনালদোর বানী আঁচ করতে পেরেই কিনা রিয়ালের মাঠে হারে সব কিছু শেষ হয়ে যায়নি বলে মনে করেন নেইমার। ফিরতি লেগের খেলা নিজেদের মাঠে বলে সব ঘাটতি পুষিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যেতে আশাবাদী পিএসজির ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেরা আটে উঠতে হলে প্যারিসে ২-০ গোলে জয়ের ব্যাপারেও আশাবাদী উনাই এমেরির এই শিষ্য।
আদ্রিওঁ রাবিওর গোলে রিয়ালের মাঠে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু রোনালদোর জোড়া গোল আর মার্সেলোর লক্ষ্যভেদে শেষ পর্যন্ত হারে লিগ ওয়ানের দলটি। বার্নাব্যুয়ে ভালো খেললেও গোলের দেখা পাননি পিএসজির হয়ে চলতি মৌসুমে ২৮ গোল করা নেইমার। তবে ফিরতি লেগ নিয়ে দারুণ আশাবাদী রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসা এই ফরোয়ার্ড, ‘কোনো কিছুরই নিষ্পত্তি হয়নি। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে আমাদের আরও একটা ম্যাচ আছে, যেটা খুবই কঠিন হবে, মাদ্রিদে যেমন কঠিন হয়েছে। কিন্তু আমি আশাবাদী আমরা পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ