Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট সিক্সার্সের টি-টেন টুর্নামেন্ট

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ধুন্ধুমার ক্রিকেটের যুগে জনপ্রিয় টি-২০ ক্রিকেট। চার-ছক্কার ফুলঝুরিতে দর্শক মাতানো এই বিনোদনও এখন কম মনে হচ্ছে বিশ্বের কাছে! তাইতো নতুন আরেক সংস্করণের আবির্ভাব, টি-টেন। সেই মজাতেই মজবে এবার বাংলাদেশও। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ডের অংশগ্রহণে তেমনই এক আয়োজন করতে যাচ্ছে বিপিএল নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্স। নাম দেয়া হয়েছে ‘ইন্ডিপেনডেন্স কাপ টি-১০ চ্যালেঞ্জ’। আগামী ২১ মার্চ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টটির। জমকালো ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের হোস্ট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
সিলেট মহানগরীর স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪ জন অতিথি ক্রিকেটার। ২৭ টি ওয়ার্ড ৮ গ্রæপে বিভক্ত হয়ে লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। গ্রæপ সেরা দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের সফল আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্যের সঙ্গে নিয়ম-কানুন তুলে ধরে প্রস্তুতির অংশ হিসেবে ২৭ ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে সিলেট সিক্সার্সের সৌজন্যে ক্রিকেট সামগ্রী তুলে দেন ফ্রাঞ্চাইজিটির ব্যাবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী ওয়াসির ওবায়েদ। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম। সংবাদ সম্মেলনের ফাঁকে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ