Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লোরিডা হামলাকারী ক্রুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্লোরিডার স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত নিকোলাস ক্রুজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিকোলাস জানিয়েছে, স্কুলের হলওয়ে এবং মাঠে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে সে। গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে প্রকাশিত গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি জানিয়েছে। গত বৃহস্পতিবার পুলিশের গ্রেফতারি প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ক্রুজ একটি কালো ব্যাগ ও একটি ব্যাকপ্যাক বহন করছিলো। সেখানে ম্যাগাজিন রাখা ছিল। বুধবার দুপুর ২টা ১৯ মিনিটের দিকে একটি উবারে করে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে পৌঁছায় ক্রুজ। এরপর আধা স্বয়ংক্রিয় এআর-১৫ রাইফেল বের করে গুলি ছুড়তে শুরু করে। একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় পাঁচটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদেরকে গুলি করে সে। পরে আতঙ্কে ছুটোছুটি করতে থাকা শিক্ষার্থীদের ভিড়ের সঙ্গে মিশে পালিয়ে যায় ক্রুজ। স্কুল এলাকা থেকে পালানোর পর ওয়ালমার্টের দিকে যায় সে এবং পথে পানীয় কেনে। ম্যাকডোনাল্ডেও থামে ক্রুজ। বেলা ৩টা ৪১ মিনিটের দিকে একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্রুজকে গ্রেফতার করা হয়। পুলিশ কর্মকর্তা মাইকেল লিওনার্ড বলেন, ‘তাকে হাই স্কুল শিক্ষার্থীর মতোই লাগছিল, ক্ষণিকের মধ্যেই আমার মাথায় আসলো আমি যাকে খুঁজছি এ বোধহয় সেই।’ নিকোলাস ক্রুজের বিরুদ্ধে ১৭টি পূর্বপরিকল্পিত হত্যাকাÐের অভিযোগ দায়ের করা হয়েছে। মুচলেকা ছাড়াই তাকে ব্রোওয়ার্ড কাউন্টি জেলে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ