Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঞ্জাব ব্যাংকের এক শাখায় দু’শ’কোটি ডলার জালিয়াতি

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাষ্ট্র পরিচালিত দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের এক শাখাতেই একশ’ ৮০ কোটি ডলার জালিয়াতির খবর পাওয়া গেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) মুম্বাই শাখার কর্মচারীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে কয়েকটি কোম্পানি এ জালিয়াতি করেছে বলে অভিযোগ। আর্থিক অপরাধ দমনে নিয়োজিত সরকারি সংস্থা এনফোর্সমেন্ট ডাইরক্টেরট ভারতের ব্যাংকিং সেক্টরে সংঘটিত সবচেয়ে বড় এ জালিয়াতির ঘটনার তদন্ত শুরু করেছে। রয়টার্স লিখেছে, গত ২৯ জানুয়ারি পিএনবি মুম্বাই শাখার এক কর্মকর্তা তিন কোম্পানি ও চার ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৮০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেন। চার ব্যক্তির মধ্যে নিরভ ছাড়াও রতœ বিক্রয়কারী প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহুল চোকসিও আছে। জালিয়াতির সঙ্গে ব্যাংকের দুই কর্মচারী জড়িত ছিলেন বলেও জানায় পিএনবি। জালিয়াতির এ পরিমাণ পিএনবির বাজার মূল্যের প্রায় এক তৃতীয়াংশ এবং গত বছরের শেষ তিন মাসের লাভের ৫০ গুণ। প্রতারণামূলক লেনদেনের মাধ্যমে প্রভাবশালী কয়েকজন গ্রাহক উপকৃত হয়েছেন বলে দাবি ব্যাংকটির। বিবিসি, রয়টার্স।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ