Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডিসালেনের পদত্যাগ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডিসালেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ফানা এ তথ্য জানিয়েছে। ২০১২ সাল থেকে ক্ষমতায় ছিলেন হাইলে মারিয়াম। রাজধানী আদ্দিস আবাবাকে নিয়ে একটি নগর উন্নয়ন পরিকল্পনাকে কেন্দ্র করে সহিংসতায় দেশটিতে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। রাজনৈতিক নিষেধাজ্ঞা ও মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটলে ২০১৫ ও ২০১৬ সালে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করে মারিয়াম সরকার। টেলিভিশনে দেওয়া ভাষণে হাইলে মারিয়াম বলেছেন, ‘বিক্ষোভ ও রাজনৈতিক সংকটের কারণে অনেকের প্রাণহানি ঘটেছে এবং অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘমেয়াদে শান্তি ও গণতন্ত্র ব্যবস্থার জন্য যে সংস্কারের প্রয়োজন তার জন্য আমার পদত্যাগকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি দেখছি। মারিয়ামের পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল সাউদার্ন ইথিওপিয়ান পিপলস ডেমোক্র্যাটিক মুভমেন্ট। লন্ডনে ইথিওপিয়ার দূতাবাস জানিয়েছে, হাইলে মারিয়ামের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। তবে তার পরিবর্তে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দলীয় প্রধান হিসেবে তিনিই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইপিআরডিএফ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ