নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ধীমান ঘোষ ও সালমান হোসেনের দুর্দান্ত জুটিতে ¤øান করে দিয়েছে তৌহিদ হৃদয়ের হার না মানা সেঞ্চুরি ইনিংসকে। তবে গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় রাউন্ডের অপর দুই ম্যাচে বৃথা যায়নি আব্দুল মজিদ ও শামসুর রহমানের তিন অঙ্কের ইনিংস দুটি।
বিকেএসপ্রি চার নম্বর মাঠে ১২৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২২ রান করেন হৃদয়। সঙ্গে ভারতীয় রিক্রুট উদয় কাউলের ৭৭ রানের উপর ভর করে ৬ উইকেটে ২৬৪ রান করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। যা ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল আব্দর রাজ্জাকের দল। কিন্তু ষষ্ঠ উইকেটে ধীমান-সালমানের অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটি সব শঙ্কা উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ম্যাচসেরা ধীমান ৭৬ বলে করেন অপরাজিত ৮৫ রান, সালমান অপরাজিত ছিলেন ৬৫ রানে।
তাদের পাশেই বিকেএসপির তিন নম্বর মাঠে শামসুরের অপরাজিত শতক এবং সালমান বাট ও রাকিবুল হাসানের ঝড়ো ইনিংসে ২৮৭ রানের বড় সংগ্রহ গড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সৌকত আলী ও রাকিন আহমেদের ফিফটির পর উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান খেলেন ৫৯ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস। এত বড় লক্ষ্যও ৫ উইকেট ও ১১ বল হাতে রেখে পেরিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে ৭৫ বলে ১২টি বাউন্ডারিতে ৮১ রান করেন পাকিস্তানি ওপেনার বাট, ৪৯ বলে ৬৩ রান করেন রাকিবুল। অধিনায়ক শামসুর অপরাজিত থাকেন ১২৪ বলে ৯টি চার ও ৫ ছক্কায় ১২৩ রান করে। প্রথম দুই ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেল শেখ জামাল। অপরদিকে তাদের উল্টো স্বাদ নিলো মোহামেডান।
ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাজিদের শতকে ২৩৯ রানের মাঝারি মানের সংগ্রহ গড়েও ২৪ রানের জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জের হয়ে ১২২ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ১১০ রান করেন মাজিদ, ৩টি করে উইকেট নেন মোহাম্মাদ শহিদ, আসিফ হাসান ও মোশাররফ হোসেন।
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ড শেষে একমাত্র দল হিসেবে এখনো জয়শূন্য শাইনপুকুর। অপরদিকে একমাত্র দল হিসেবে পূর্ণ তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মাশরাফি বিন মর্তুজার আবাহনী লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল-মোহামেডান, বিকেএসপি ৩
শেখ জামাল: ৫০ ওভারে ২৮৭/৯ (সৈকত ৫০, হাসানুজ্জামান ৩৩, রাকিন ৬৪, নুরুল ৭৭; তাইজুল ২/৪০, শুভাশিস ২/৬৫, অনিক ১/৭৫, এবাদত ১/৫০, এনামুল ১/২০)।
মোহামেডান : ৪৮.১ ওভারে ২৯০/৫ (বাট ৮১, শামসুর ১২৩*, রকিবুল ৬৩; সোহাগ ১/৪০, রবিউল ২/৫৫)।
ফল : মোহামেডান ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শামসুর রহমান (মোহামেডান)।
রূপগঞ্জ-প্রাইম ব্যাংক, ফতুল্লা
রূপগঞ্জ : ৫০ ওভারে ২৩৯/৬ (মাজিদ ১১০, নাঈম ৫১; দেলোয়ার ৩/৪০, শরিফুল ১/৫৩, নাহিদুল ১/৩৮)।
প্রাইম ব্যাংক : ৪৮.২ ওভারে ২১৫ (শাহনাজ ৪০, আল-আমিন জুনি. ৬৮, নাহিদুল ৩২; শহীদ ৩/৩২, আসিফ ৩/৪৭, মোশাররফ ৩/৫৯)।
ফল : রূপগঞ্জ ২৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : আব্দুল মজিদ (রূপগঞ্জ)।
শাইনপুকুর-অগ্রণী ব্যাংক, বিকেএসপি ৪
শাইনপুকুর : ৫০ ওভারে ২৬৪/৬ (উদয় ৭৭, হৃদয় ১২২*, তারেক ২২; শফিউল ২/৪০, রাজ্জাক ৩/৫৬)।
অগ্রণী ব্যাংক : ৪৬.৫ ওভারে ২৬৮/৫ (আজমির ৫১, শাহরিয়ার ৩৫, ধীমান ৮৫*, সালমান ৬৫*; আলী ১/৪৪, শুভাগত ২/৫৯, রায়হান ১/৪৯)।
ফল : অগ্রণী ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ধীমান ঘোষ (অগ্রণী ব্যাংক)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।