নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সাকিব নেই, ম্যাচের আগের দিন শঙ্কায় থাকা তামিম-মুশফিকের খেলেছেন একজন। অগত্যা চারজনকে অভিষেক করিয়ে আনকোড়া এক দল নিয়েই নূতনের কেতন উড়িয়েছিল বাংলাদেশ। নতুনদের কেউ ব্যাট হাতে আলো না ছড়ালেও ফিল্ডিংয়ে দেখা মিলেছে দুর্দান্ত উদ্যোমের। তারপরও দিনশেষে হরিষে বিষাদ। ১৯৩ রান করে শ্রীলঙ্কাকে আটকানো দূরে থাক ২০ বল বাকি থাকতেই ম্যাচ শেষ। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর পা তখন আরও ভারি। কোনমতে মাঠ ছাড়লেন। পুরষ্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষ করে সংবাদ সম্মেলনেও একই মুড। যেন চুপ থাকতে পারলেই বাঁচেন।
টি-টোয়েন্টি এর আগে এত রান করেনি বাংলাদেশ। আয়ারল্যান্ড বিপক্ষে ১৯০ ছিল সর্বোচ্চ। এবার আরও ৩ রান বেশি। তবে শ্রীলঙ্কানদের ব্যাটিং দেখে মনে হলো অন্তত ৪০ রান কম। সৌম্য সরকারের এনে দেওয়া ঝড়ো শুরুর পরও কিছুটা কম হয়েছে মানলেন অধিনায়কও। তবে এত বাজে বোলিংয়ের উপর ব্যাটিংয়ের খামতি খোঁজার উপায় কই, সেটিও জানালেন ভারপ্রাপ্ত, ‘২০০- এর ওপরে গেলে ভালো হতো। কিন্তু এটা ভালো স্কোর। ব্যাটসম্যানরা তাদের কাজ করেছে। বোলাররা ভালো লেন্থে বল করতে পারেনি। শুরুতেও উইকেট নিতে পারেনি। এই উইকেটে ঠিক লেন্থে বোলিং করা গুরুত্বপূর্ণ। উইকেট ভালো ছিল। সুন্দর ব্যাটে আসছিল। আমরা ভালো লেন্থে বোলিং করতে পারিনি।’
অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ছাড়া বাকি সব বোলারই ছিলেন বাজে বোলিংয়ের প্রতিযোগিতায়। সবচেয়ে করুণ দশা মোহাম্মদ সাইফুদ্দিনের। নাজমুলের করা প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেই বল হাতে পেয়েছিলেন তিনি। ওই ওভারে ১৯ রান নিয়ে মোমেন্টাম দিয়ে দেন লঙ্কানদের। পরে আরেক ওভার বল পেয়েছিলেন। খেয়েছেন বেদম পিটুনি। দুই ওভার থেকেই দিয়েছেন ৩৩ রান। কেবল একটাই ডট বল করতে পেরেছেন এই পেসার। তবু তাকে আগলে রাখলেন অধিনায়ক,‘সাইফউদ্দিনকে নিয়ে কনসার্ন নয়। হয়তো নিজের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারেনি। ফিল্ড সেটআপ যেটা ছিল, যেটা চাচ্ছিলাম হয়তো সেই লেন্থ অনুযায়ী বোলিং করতে পারেনি। আশা করি সে এটা নিয়ে কাজ করব। খেলতে খেলতেই শিখবে। অসুবিধা নেই। সাইফউদ্দিন একদিন ম্যাচ জেতাবে বাংলাদেশকে, এটা বিশ্বাস করি। যত তাড়াতাড়ি ভুলগুলো থেকে যদি শিখতে পারে, ওর জন্য ভালো, আমাদের দলের জন্য বেটার। ওকে একা দোষ দেওয়া ঠিক হবে না।’
একা অবশ্য সব দোষ নয় সাইফুদ্দিনের। উদার হস্তে রান বিলিয়েছেন মোস্তাফিজুর রহমান আর রুবেল হোসেনও। ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। রুবেল তো ২২ বল করেই ৫৩ রান দিয়েছেন। নিতে পেরেছেন একটাই উইকেট। তবে কারো দিকে আঙুল তুলতে চাইছেন না মাহমুদউল্লাহ, ‘যখন জিতি দল হিসেবে জিতি, হারলেও দল হিসেবে হারি। কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। অপু বাদে পুরো বোলিং বিভাগ বাজে করেছে। বোলিং নিয়ে আরও কাজ করতে হবে।’
মুম্বাই-চেন্নাই ম্যাচে শুরু আইপিএল
স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের ভারতীয় প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আইপিএল এর ১১তম আসরে এবার নয়টি ভেন্যুতে ৫১দিন ব্যাপী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১২টি ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় ও বাকি ৪৮টি ম্যাচ রাত ৮টায় শুরু হবে। আগামী ২৭ মে এই ওয়ানখেড়ে স্টেডিয়ামেই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই টি২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।