Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফিক্সিংয়ে অভিযুক্ত মালোয়েশিয়ান জুটি

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ম্যাচ পাতানোর অভিযোগে মালোয়েশিয়ান দুই ব্যাডমিন্টন খেলোয়াড় জুটির বিপক্ষে তদন্তের নির্দেশ দিয়েছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন (বিডবিøউএফ)। অভিযোগ প্রমানিত হলে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
দুই বছর আগের একটি প্রতিযোগিতায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে জানান মালোয়েশিয়ান ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি নোরজা জাকারিয়া। যদিও তাদের পরিচয় তিনি জানাননি। তবে মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার সূত্রমতে, এদের মধ্যে একজন দেশের শীর্ষস্থানীয় জুনিয়র খেলোয়াড় ও অন্যজন মর্যাদাকর দলীয় ইভেন্ট থমাস কাপে অংশ নিয়েছেন। নোরজা বলেন, “এই ব্যপারে আমরা ‘জিরো টলারেন্সে’ বিশ্বাসী। এটা আমাদের ব্যাডমিন্টনের জন্য অত্যন্ত হতাশাজনক।” বিডবিøউএফ অবশ্য এ ব্যপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্ব ব্যাডমিন্টনের আইনমতে ম্যাচ পাতনোর অভিযোগ প্রমানিত হলে সেই খেলোয়াড় আজীবন নিষিদ্ধ হবেন। চলতি মাসে সিঙ্গাপুরে বিডবিøউএফ’র শুনানিতে অংশ নিবেন বহিষ্কৃত ঐ দুই খেলোয়াড়, এমনটাই জানিয়েছে দ্য স্টার। মালয়েশিয়ান দূর্নীতি-দমন কর্তপক্ষও জানিয়েছে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ