Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ায় ওঠার অপেক্ষায় ফেদেরার

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রটারডাম ওয়ার্ল্ড টেনিস টুর্ণামেন্টে সহজ জয় পেয়েছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় রজার ফেদেরার। প্রথম রাউন্ডে ফেদেরার মাত্র ৪৭ মিনিটে ৬-১, ৬-১ ব্যবধানে রুবেন বেমেলমানসকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। আর মাত্র দুটি ম্যাচে জয়ী হতে পারলেই সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করবেন সুইস সুপারস্টার।
ডাচ ইনডোর ওপেনে এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন ৩৬ বছর বয়সী ফেদেরার। রাফায়েল নাদালকে হটিয়ে শীর্ষস্থানে ফিরতে হলে অন্তত সেমিফাইনাল পৌঁছূতে হবে ফেদেরারকে। এর মাধ্যমে তিন বছরের ব্যবধানে আবরো শীর্ষে ফেরার সুযোগ এসেছে ফেদেরারের সামনে। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, ‘আজ (গতকাল) যেভাবে সহজেই ম্যাচ শেষ হয়েছে তা খুবই বিস্ময়কর। একটি টুর্নামেন্টে ভালভাবে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। আমিও প্রথম থেকেই বেমেলমাসকে চাপে রাখতে চেয়েছি। আমি তাকে চিন্তা করতে বাধ্য করেছি আমাকে পরাজিত করতে হলে বিশেষ কিছু করে দেখাতে হবে। আমি এখানে সফল। প্রথম রাউন্ডটা ভাল হওয়ায় আমি এখন আত্মবিশ্বাসী।’ পরের রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ জার্মানীর ফিলিপ কোশ্রেইবার, যার বিপক্ষে ফেদেরারের জয়ের অনুপাত ১২:০।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ