Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় বক্সিং শুরু

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আট বিভাগের বাছাইকৃত শতাধিক বক্সারদের নিয়ে শুরু হয়েছে ওয়ালটন জাতীয় পুরুষ ও মহিলা বক্সিং প্রতিযোগিতা। গতকাল পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল-ইসলাম এবং ওয়ালটন গ্রæপের অপারেটিং ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি ও ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে লে. কর্ণেল মোঃ শাহরিয়ার কবির, ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান ও অগ্রনী ব্যাংক লিমিটেডের মহা-ব্যবস্থাপক মোঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় ৪৯ কেজিতে আবদুল্ল্যা, রাকিব হোসেন, তারেক হাসান, পারভেজ সুমন, সজিব হোসেন ও গ্রেগরী হাজদা জিতেছেন। ৫২ কেজিতে পারভেজ, মশিউর রহমান কাজল ও মনিরুল ইসলাম জয় পেয়েছেন। ৫৬ কেজিতে ওমর ফারুক, ৬০ কেজিতে তুষার আহমেদ ও মনোয়ার হোসেন মুন্না, ৬৪ কেজিতে রফিকুল ইসলাম অপু এবং ৬৯ কেজিতে আবদুর রহিম ও সানজিদুল ইসলাম জিতেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ