Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-চীন সম্পর্কে অবনতি উত্তেজনা বাড়াতে পারে

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেবল পাকিস্তানের সাথেই নয়, চীনের সাথেও ভারতের সম্পর্ক আগের চেয়ে অবনতি ঘটতে পারে বলে মার্কিন গোয়েন্দাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘ওয়ার্ল্ডওয়াইড ট্রেড অ্যাসেসমেন্ট’ বিষয়ক শুনানিকালে গত মঙ্গলবার ড্যান কোটস বলেন, ‘আমাদের মনে হচ্ছে, ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক উত্তেজনাকরই থাকবে এবং আগস্টের তিন মাসের অচলাবস্থার নিরসন আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হলেও তা আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছি।’ সীমান্তবর্তী দোকলাম মালভূমিতে ভারত ও চীনের মধ্যকার অচলাবস্থার উল্লেখ করে মার্কিন গোয়েন্দাপ্রধান এ মন্তব্য করেন। দুই দেশ মুখোমুখি অবস্থা থেকে সরে যাওয়ার ব্যাপারে একমত হওয়ার পর ওই অচলাবস্থার নিরসন ঘটে। ভারতের প্রতি চীনের, বিশেষ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও এর রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়ার আগ্রাসী কথাবার্তার ফলে অস্বস্তিকর যুদ্ধবিরতি ভÐুল হয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, ভারত ও চীন উস্কানি না দিলেও প্রকৃতিগত কারণেই দেশ দুটির মধ্যে ওই যুদ্ধবিরতি নস্যাৎ হয়ে উত্তেজনার সৃষ্টি করতে পারে। আর উস্কানি সৃষ্টির জন্য চীন অনেক কিছুই করছে। গত নভেম্বরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামনের সীমান্তবর্তী প্রদেশ অরুনাচল সফরের বিরুদ্ধে কড়া আপত্তি জানায়। চীন ওই সময় বলেছিল, তারা কখনো অরুনাচল প্রদেশকে স্বীকার করে না। এরপর মিডিয়ার খবরে বলা হয়, চীনা সৈন্যরা অরুনাচলের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার ঢুকে পড়েছিল। অরুনাচল প্রদেশকে চীন তার দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ