Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত শাহনূর

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আপাতত নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন না চিত্রনায়িকা শাহনূর। তবে ছোটপর্দায় নাটকে অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত তিনি। নতুন একটি ধারাবাহিকের কাজ’সহ প্রচার চলতি তিনটি ধারাবাহিকে অভিনয় করছেন। এগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘নীড় খোঁজে গাংচিল’, হাসান জাহাঙ্গীরের ‘অ্যাকশান গোয়েন্দা’ এবং মইনুল হাসান খোকনের ‘হাই সোসাইটি’। এছাড়া শাহনূর এরইমধ্যে শুরু করেছেন আজাদ আবুল কালামের নির্দেশনায় ‘আশা নিরাশার মাঝে’ ধারাবাহিকের কাজ। এ মাসেই ঈদের বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে অভিনয় করবেন। পাশাপাশি নিজের পরিচালনায় দুটি নাটকের কাজ করবেন। শাহনূর জানান, এরইমধ্যে দুটোরই স্ক্রিপ্ট তার হাতে আছে। কিছুদিনের মধ্যে শিল্পী চূড়ান্ত করে নাটক নির্মাণের কাজ শুরু করবেন। উল্লেখ্য, অভিনয় জীবনে শাহনূর ৫০টির বেশি চলচ্চিত্রে এবং তিনশো’র বেশি নাটকে অভিনয় করেছেন। একসময় নিজে নাটকও প্রযোজনা করেন। এখন পর্যন্ত তিনটি নাটক প্রযোজনা করেছেন। নাটক তিনটি হচ্ছে রেজানূর রহমানের ‘অনুভবে তুমি’, ‘নদী ভাঙ্গা মেয়ে’ এবং শামীম শরীফের ‘ফেসবুকে নীল আকাশ’। শাহনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘অপহরণ’। তার অভিনীত ৫০’তম চলচ্চিত্র বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’।



 

Show all comments
  • আলমগির ২৬ মে, ২০১৯, ২:৫৪ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ