Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম-মুশফিকের চোটে দলে মিঠুন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকেই বাংলাদেশ ভুগছে চোট সমস্যায়। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েও আঙুলের চোটে পুরো সিরিজ মিস করেছেন সাকিব আল হাসান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে দুশ্চিন্তা বাড়লো বাংলাদেশ দলের। ছোটখাটো চোটে ভুগছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলে তাই বাড়তি সদস্য হিসেবে ডাকা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে।
আগের দিন অনুশীলনে গ্রানাইটে ব্যাটিং অনুশীলনের সময় বা হাতের পেশিতে ব্যথা পান তামিম। পরে সেই ব্যথা বেড়েছে আরও। পেশি ফুলেও আছে অনেকটা। টেপ পেঁচিয়ে রাখা হয়েছে জায়গাটুকুতে। মুশফিকের চোট কব্জিতে। দুজনের কারও চোটই লম্বা সময় বাইরে থাকার মত গুরুতর কিছু নয়। তবে প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা কিছুটা আছেই। গতকাল বিসিবির আগেই তামিম ও মুশফিকের চোটের খবর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘গতকাল (গতপরশু) হঠাৎ ওর (তামিমের) বাই সেপসে কিছুটাই ¯øাইট নিগেল ও ফিল করে। এটার জন্য এখনও আমরা আমাদের সেরা একাদশের জন্য অপেক্ষা করছি। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাপারটাও আছে। আশা করছি তাদের দুজনকেই আগামীকালের (আজকের) ম্যাচের জন্য পাবো। এটার জন্য আমরা অপেক্ষা করছি, মুশফিকের রিস্টে ¯øাইট নিগেল আছে। বাট হোপফুলি ও ওকে থাকবে।’
বিপিএলে ভালো পারফরম্যান্স করে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছিলেন মিঠুন। ফাইনালে একাদশে সুযোগ পেয়ে করতে পারেননি তেমন কিছু। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিঠুন। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর জায়গা হয়নি তার। মিঠুন বাদেই টি-টোয়েন্টি দলে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটার আছেন ছয়জন। অভিজ্ঞ এই দুজন না থাকলে অনেকটা নতুন আদল পাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।


টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা
মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা ড্র
৭ ২ ৫ ০

সর্বাধিক ম্যাচ
বাংলাদেশ : মাশরাফি, মাহমুদউল্লাহ, সাকিব- ৬টি
শ্রীলঙ্কা : লাসিত মালিঙ্গা, থিসারা পেরেরা- ৬টি
অধিনায়ক হিসেবে
বাংলাদেশ : মাশরাফি মর্তুজা- ৫টি
শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল- ৩টি
সর্বোচ্চ দলীয়
বাংলাদেশ : ১৮১/৭, পাল্লেকেলে ২০১৩
শ্রীলঙ্কা : ১৯৮/৫, পাল্লেকেলে ২০১৩
সর্বনি¤œ দলীয়
বাংলাদেশ : ৮৩/১০, জোহানেসবার্গ ২০০৭
শ্রীলঙ্কা : ১২৩/৭, চট্টগ্রাম ২০১৪
বড় জয়
বাংলাদেশ : ৪৫ রানে, কলম্বো ২০১৭
শ্রীলঙ্কা : ৬৪ রানে, জোহানেসবার্গ ২০০৭
সর্বাধিক রান
বাংলাদেশ : সাব্বির রহমান, ৪ ম্যাচে ১৪১
শ্রীলঙ্কা : কুশল পেরেরা, ৫ ম্যাচে ২৩০
সর্বোচ্চ ব্যক্তিগত
বাংলাদেশ : সাব্বির রহমান ৮০, মিরপুর ২০১৬
শ্রীলঙ্কা : কুশল পেরেরা ৭৭, কলম্বো ২০১৭
সর্বাধিক ফিফটি
বাংলাদেশ : আনামুল হক, ২ ম্যাচে ১টি
শ্রীলঙ্কা : কুশল পেরেরা, ৫ ম্যাচে ৩টি
সেরা জুটি
বাংলাদেশ : সাব্বির-সাকিব ৮২ (৪র্থ), মিরপুর ২০১৬
শ্রীলঙ্কা : ম্যাথ্যুস-মেন্ডিস ৭১ (৫ম), পাল্লেকেলে ২০১৩
সর্বাধিক উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান, ৬ ম্যাচে ৯টি
শ্রীলঙ্কা : লাসিথ মালিঙ্গা, ৬ ম্যাচে ১১টি
সেরা বোলিং
বাংলাদেশ : মুস্তাফিজ ৪/২১, কলম্বো ২০১৭
শ্রীলঙ্কা : মালিঙ্গা ২০/৩, চট্টগ্রাম ২০১৪
সর্বাধিক ডিসমিসাল
বাংলাদেশ : মুশফিকুর রহিম, ৫ ম্যাচে ৩টি
শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল, ৪ ম্যাচে ১টি
সর্বাধিক ক্যাচ
বাংলাদেশ : সৌম্য সরকার, ৩ ম্যাচে ৪টি
শ্রীলঙ্কা : অ্যাঞ্জেলো ম্যাথ্যুস, ৪ ম্যাচে ৫টি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ