নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের সব ধরনের কর্মকান্ড থেকে একবছরের জন্য নিষিদ্ধ হলেন রহমতগঞ্জ এমএফএসের কোচ কামাল আহমেদ বাবু। সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদন্ডও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে মাঠে প্রবেশ করে অসৌজন্যমূলক আচরণ করার অপরাধে কামাল বাবুকে এই শাস্তি দেয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। গত ৬ ফেব্রæয়ারি স্বাধীনতা কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে সব নিয়ম-কানুন ভেঙ্গে মাঠের মাঝখানে চলে গিয়েছিলেন কামাল বাবু। মাঠে প্রবেশ করে রহমতগঞ্জের বিরুদ্ধে দেয়া পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদ করে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। তবে অপরাধ করার পর অনুশোচনায় দগ্ধ হয়ে ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট দিয়ে ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন এই ফুটবল কোচ। দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয়া সহজ হয় বাফুফের ডিসিপ্লিনারি কমিটির। ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনারের প্রতিবেদন হাতে পেয়ে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্টগুলো আমলে নিয়েই কামাল বাবুর অপরাধের বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায় বাফুফে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বাফুফে দুইবার রহমতগঞ্জের এই কোচকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৩ ফেব্রæয়ারি থেকে কামাল বাবুর এক বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়। আর তাকে জরিমানার দুই লাখ টাকা আগামী ১২ মার্চের মধ্যে বাফুফের তহবিলে জমা দিতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।