নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই গোলে পিছিয়ে পড়েও টটেনহ্যামের ড্র শেষ আটের পথে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক : প্রথম লেগেই কি শেষ আটের ভাগ্য লেখা হয়ে গেল ম্যানচেস্টার সিটির? এফসি বাসেলের মাঠে ৪-০ ব্যবধানে জয়ের পর এমন মন্তব্য করা যেতেই পারে। দুর্দান্ত ফর্মে থাকা পেপ গার্দিওলার দলের সামনে যে বাসেল দাঁড়াতে পারবে না তা অবশ্য অনুমিতই ছিল। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলয় রাতের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার যা করেছে তার জন্যে সম্ভবত প্রস্তুত ছিল না তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম।
২-০ গোলে এগিয়ে যাওয়া ম্যাচটি জুভারা ড্র করেছে ২-২ গোলে। ঘরের মাঠে দুই গোলে এগিয়ে যাওয়ার পর যে ঘটনা তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর থেকে আসরে ঘরের মাঠে আর হারেনি জুভেন্টাস। এক বছরেরও বেশি সময় হলো ঘরের মাঠে এক দিনে দুই গোল খায়নি তারা। সেই দলটি ম্যাচের বয়স ১০ মিনিট না হতেই ২-০ গোলে এগিয়ে। কিন্তু সব পরিসংখ্যানকে তুচ্ছ করে ৭১তম মিনিটে তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম স্তব্ধ করে দেয় এরিকসেন এক ফ্রিকিক। দেয়াল পেরিয়ে তার ফ্রি-কিক জিয়ানলুইজি বুফনের হাত ফাঁকি দিয়ে জালে জড়ায়। স্কোরলাইনে সমতা! বিরতির আগে ব্যবধান কমিয়ে রেখেছিলেন হ্যারি কেইন। মৌসুমে যেটি ছিল তার ৩৩তম গোল। তার এই গোল দিয়েই সব প্রতিযোগিতা মিলে বুফনের ৬৯৪ মিনিট গোল না খাওয়ার রেকর্ডে ছেদ পড়ে।
ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন গঞ্জালো হিগুয়েইন। এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটে হওয়া প্রথম গোলটিও ছিল আর্জেন্টাইন তারকার। দিন শেষে তিনি ম্যাচের নায়কও হতে পারতেন। বিরতির ঠিক আগে পাওয়া আরেকটি পেনাল্টি থেকে গোল করতে পারেননি হিগুয়েইন। তার জোরালো শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। তাতে নিজের হ্যাটট্রিক সুযোগ তো হাতছাড়া হলোই, দলের মনোবলও সম্ভবত ভেঙ্গে যায় তখনই। দ্বিতীয়ার্ধে তো স্বাগতিকদের পাওয়াই যায়নি। একের পর এক আক্রমণে বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগকে তটস্থ্য করে রাখে সফরকারীরা।
ম্যাচ শেষে স্বভাবতই উচ্ছ¡সিতের আলোচ্ছ¡টা বের হচ্ছিল টটেনহ্যামের খেলোয়াড়দের চোখ-মুখ থেকে। প্রায় হারা ম্যাচ ড্র করে ফেরা তো জয়েরই সমান। তারপর আবার অ্যাওয়ে ম্যাচে মহামুল্যবান দুটি গোল। যে গোল দুটিই ৭ মার্চ ওয়েম্বলির দ্বিতীয় লেগে বড় প্রভাব ফেলবে সন্দেহ নেই। স্পার্স তারকা কেইনও তাই মনে করেন, ‘চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠের বাইরেও আমরা ভালো করতে পারি। আমরা আজকের ম্যাচে নিজেদের আগ্রাসনটা দেখাতে পেরেছি। দুই গোলে পিছিয়ে পড়ার পর এটাকে দারুণ ফলই বলব। আমরা দুটি অ্যাওয়ে গোল নিয়ে ওয়েম্বলিতে পরের লেগে নামতে পারছি।’ তবে দলের আর্জেন্টাই কোচ মাউরিসিও পচেত্তিনো বললেন ভিন্ন কথা, ‘ড্র নয়, আমরা ছিলাম জয়ের দাবিদার।’
একই সময়ে সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকোব পার্ক থেকে প্রিমিয়ার লিগের আরেক দল ম্যানচেস্টার সিটি মাঠ ছাড়ে শেষ আটের উচ্ছ¡াস নিয়ে। বাসেল যে চ্যাম্পিয়ন্স লিগে নতুন দল তা কিন্তু নয়, প্রায় দুই দশক ধরেই আসরে তারা নিয়মিত। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রকৃত দল হতে যে এখনো অনেক বাকি সেটাই এদিন তাদের বাড়িতে গিয়ে শিখিয়ে এসেছে সিটি। সিটির ৭৪ শতাংশ বলের দখল আর ৮৬৮টি পাস সেই প্রমান বহন করে। এরপরও বাসেলকে কৃতিত্ব দিতে হবে শেষ ৩৫ মিনিট নিজেদের পোস্ট আগলে রাখতে পারার কারণে।
ম্যাচের ২৩তম মিনিটে ২২ গজ দুর থেকে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো যখন আচমকা শটে বাসেল গোলরক্ষককে বোকা বানান তার আগেই স্কোরবোর্ডে না লিখিয়েছেন ইলকায় গুন্ডোগান ও বার্নার্দো সিলভা। ১৪ মিনিটের ব্যবধানে গোল তিনটি করে সিটি। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৪-০ করেন গুন্ডোগান। বাকি সময়ে আর গোল হতে দেয়নি স্বাগতিক রক্ষণ। আসরের শেষ ষোলর ম্যাচে প্রতিপক্ষের মাটে এটিই কোন ইংলিশ দলের বড় ব্যবধানের জয়।
ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ গার্দিওলা। ৯ মাসের চোট কাটিয়ে গেল সেপ্টেম্বরে মাঠে ফেরা গুন্ডোগানকে তিনি বলেন ‘অতি অসাধারণ খেলোয়াড়’। ম্যাচের ফলাফলকে ‘এক্সিলেন্ট’ আখ্যা দিয়ে সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘আমরা প্রায় কোয়ার্টার ফাইনালে উঠে গেছি।’
একনজরে ফল
বাসেল ০ : ৪ ম্যান সিটি
জুভেন্টাস ২ : ২ টটেনহ্যাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।