নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : এক সময়ের প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার হয়ে খেলার উচ্ছা প্রকাশ করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবল তারকা বলেছেন, বার্সেলোনার হয়ে খেলতে তার কোন সমস্যা নেই।
দীর্ঘ চার বছর সান্তিয়াগো বার্নব্যুতে কাটিয়েছেন আজেন্টাইন উইঙ্গার। ক্লাবের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ আরো অনেক শিরোপা জয় করেছেন তিনি। ২০১৫ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও কাটিয়েছেন আর্জেন্টাইন এই আন্তর্জাতিক তারকা।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে যুক্ত থাকার পরও ২৯ বছর বয়সি এই ফুটবল তারকা বলেছেন, ‘সুযোগ পেলে বার্সেলোনার জন্য খেলতে চাই’। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার পর তাদের সঙ্গে আমার সব ধরনের সম্পর্কও চুকে গেছে। সত্যিকার অর্থে বার্সেলোনার হয়ে খেলতে আমার কোন সমস্যা নেই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।