Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবের পদত্যাগ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলার কথা স্বীকার করার পর পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার ডাচ পার্লামেন্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। মিথ্যা বলার কথা স্বীকার করে জিলেস্ত্রা বলেন, ‘আমার কর্মজীবনে আমি এতবড় ভুল আর একটিও করিনি।’ ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের মন্ত্রিসভা থেকে এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। গত অক্টোবরে চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রুত্তে। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী রুত্তে পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জিলেস্ত্রা এর আগে দাবি করেছিলেন, ২০০৬ সালে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এমন একটি বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেন, বেলারুশ ও ইউক্রেনসহ বাল্টিক সাগর তীরবর্তী আরো কয়েকটি দেশ ‘বৃহত্তর রাশিয়া’র অংশ। তিনি ওই দাবি করার পর আমস্টার্ডামস্থ রুশ দূতাবাস এক বিবৃতিতে ঘোষণা করে, হল্যান্ডের কোনো কোনো মহল ‘ভুয়া খবর’ প্রচার করে রাশিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ