Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো দু’গ্রæপের সাথে মিয়ানমারের চুক্তি

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমার সরকার ও জাতিগত আরো দুই সশস্ত্র গ্রুপ গত মঙ্গলবার নেপিদোতে দেশব্যাপী অস্ত্রবিরতি চুক্তি (এনসিএ) স্বাক্ষর করেছে। দেশের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তারা এ চুক্তি স্বাক্ষর করলো। মিয়ানমারে দেশব্যাপী এ অস্ত্রবিরতি চুক্তিতে নিউ মোন স্টেট পার্টি (এনএমএসপি) ও লাহু ডেমোক্রেটিক ইউনিয়ন (এলডিইউ) স্বাক্ষর করেছে। আর এর মধ্যদিয়ে এ ধরণের গ্রুপের সংখ্যা বেড়ে দশে দাঁড়ালো। ২০১৫ সালের ১৫ অক্টোবর আটটি সশস্ত্র গ্রুপ প্রথম এ চুক্তিতে স্বাক্ষর করে। খবরে বলা হয়, সরকারের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট উ তিন কিয়াউ, স্টেট কাউন্সিলর অং সান সুকি ও প্রতিরক্ষা সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সেন-জেন মিন অং হং। অপরদিকে সশস্ত্র গ্রুপের পক্ষে এনএমএসপি’র চেয়ারম্যান নই তাউ মোন ও এডিইউ’র চেয়ারম্যান কিয়া খুন সর চুক্তিতে স্বাক্ষর করেন। অং সান সুকি এ চুক্তিতে স্বাক্ষর করা দুই সশস্ত্র গ্রুপকে অভিনন্দন জানিয়েছেন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ