Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম নন অধিনায়ক মাহমুদউল্লাহ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বাম হাতের কড়ে আঙ্গুলের একটি চিত্র প্রকাশ করে সাকিব আল হাসান লিখেছিলেন, ‘সেরে উঠছি।’ ছবিটি যারা দেখেছেন, তাদের কেউই এমন অবস্থায় ক্রিকেট খেলা তো দূরের কথা ঐ হাতে কাজ করার চিন্তাও মাথায় আনার সাহস করবেন না। তারও ঠিক একদিন আগে নিজেই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন ‘সেরে উঠতে আরো প্রায় দুই সপ্তাহ লাগবে।’ তবে কোন অদৃশ্য দিব্য শক্তির বলে বাংলাদেশের নির্বাচকেরা তাকে অধিনায়ক রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০’র দল ঘোষনা করেছিলেন, সেটা তারাই বলতে পারবেন।
সাকিবের না খেলা অনুমিতই ছিল। তবে তার জায়গায় কে অধিনায়কত্ব করবেন তা নিয়েই ছিল দোলাচল। অধিনায়কের অনুস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবেই নেতৃত্ব পাওয়ার কথা সহ-অধিনায়কের। সহকারীর পদটি রাখাই হয় সেজন্য। তবে ধারা ধরে রাখার পথে হাঁটল না বিসিবি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল হলেও চোট পাওয়া সাকিবের বদলে টেস্টের মত টি-২০ সিরিজেও নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের নাম অনুমোদন করতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে আগের দিনই তামিম ও মাহমুদউল্লাহর নাম পাঠানো হয়েছিল। চিকিৎসার জন্য বিসিবি সভাপতি এই মুহূর্তে ইংল্যান্ডে। তাঁর অনুমোদনের পরই জানিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহর নাম। চমক ছিল আরেকটি, সাকিবের বদলে দলে নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা নাজমুল ইসলাম অপুকে।
আঙুলের চোট থেকে সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান যে থাকছেন না, সেটি অনেকটাই নিশ্চিত। সাকিবের জায়গায় কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন, সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। গতকাল বিকেলে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম ইকবাল। অধিনায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাধারণত ম্যাচের আগের দিন। গতকাল তামিম চলে আসায় অনেকে দুই-দুইয়ে চার মিলিয়েছেন, বাঁহাতি ওপেনারের অন্তত অধিনায়কত্ব করা হচ্ছে না। সেটিই হলো।
সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। তবে সেটি নিয়ে প্রশ্নের অবকাশ ছিল না। টেস্ট দলে সাকিবের সহকারী মাহমুদউল্লাহই। কিন্তু টি-টোয়েন্টির ক্ষেত্রে সহ-অধিনায়ককে বেছে নিল না বিসিবি। গত ডিসেম্বরে যখন টেস্ট দলের নেতৃত্বে ফেরানো হলো সাকিবকে আর সহকারী করা হলো মাহমুদউল্লাহকে, সেই সংবাদ সম্মেলনেই বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছিলেন, ‘তামিম টি-টোয়েন্টির সহ-অধিনায়ক ছিল, সেখানেই থাকবে।’ বোর্ড প্রধানের ওই ঘোষণার আগ পর্যন্ত টি-টোয়েন্টির কোনো সহ-অধিনায়কের নাম কখনও জানায়নি বিসিবি, তামিম নিজেও জানতেন না তিনি টি-টোয়েন্টির সহ-অধিনায়ক। ঘটা করে তামিমকে সহ-অধিনায়ক ঘোষণার পর এখন তাকে নেতৃত্ব না দিয়ে মাহমুদউল্লাহকে অধিনায়ক করা জন্ম দিচ্ছে একটি প্রশ্নের, ‘সহ-অধিনায়ক পদটির মানে তাহলে কি?’
তামিমের ক্ষেত্রে এই উপেক্ষা এবারই প্রথম নয়। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেও একই ঘটনা ঘটেছিল। তখনও সহ-অধিনায়ক ছিলেন তামিম। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোট পাওয়ার পর তামিমকে না দিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে।
সাকিব না থাকায় শুধু অধিনায়কশূন্যই নয়, বাংলাদেশ টি-টোয়েন্টি দলটা বাঁহাতি স্পিনার-শূন্য হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তাই ডাক পড়েছে অভিষেকের অপেক্ষায় থাকা নাজমুল ইসলাম অপুর। চোট পাওয়া সাকিবের বদলি হিসেবে এ দিন বাঁহাতি স্পিনারের নামটিও জানিয়েছে বিসিবি। অপু অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল বিকেল থেকেই অনুশীলন করেছেন দলের সঙ্গে।
ঘরোয়া ক্রিকেটে অনেক দিন থেকেই নিয়মিত পারফরমার অপু। তবে এবার জাতীয় দলে আসায় বড় ভূমিকা আছে গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তার পারফরম্যান্সের। ১২ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৬.৫৩ রান দিয়ে। এর আগে বাংলাদেশের কোন স্কোয়াডেই কখনো ছিলেন না এই বাঁহাতি স্পিনার। এই ২৬ বছর বয়সীকে নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে আন্তর্জাতিক না খেলে ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ছয়জন।
আগামীকাল মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। ১৮ ফেব্রæয়ারি সিলেটে হবে সিরিজের শেষ ম্যাচ।
টি-টোয়েন্টির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম অপু।

 



 

Show all comments
  • mukul ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৪০ পিএম says : 0
    যে দল তাতে হারার সম্ভাবনা শত ভাগ। আবার সাব্বির, সোম্য সরকার???? ভাল কোন ব্যাটসম্যান নেই। মানে শোচনীয় হার!!!!!!!!!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ