নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। অধিনায়কের অনুস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবেই নেতৃত্ব পাওয়ার কথা সহ-অধিনায়কের। সহকারীর পদটি রাখাই হয় সেজন্য। তবে ধারা ধরে রাখার পথে হাঁটল না বিসিবি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল হলেও চোট পাওয়া সাকিবের বদলে টেস্টের মত টি-২০ সিরিজেও নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রাখা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। যার ছয়জনই এখনো অভিষেকের অপেক্ষায়। তার মানে অন্তত দুই জনের অভিষেক হবে ১৫ ফেব্রæয়ারি প্রথম টি-টোয়েন্টিতে। সিনিয়র ওপেনার তামিম ইকবালের কাছে অভিষেকের দৌড়ে এগিয়ে থাকবেন আবু জায়েদ রাহী এবং আরিফুল হক।
এ প্রসঙ্গে মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি দুই-তিন জনের নাম মেনশন করতে পারি। স্পেশালি রাহী আমার কাছে মনে হয় ওয়েল ডিজার্ভিং। কারণ গত দুই বছর ধরে বিপিএলে টপ পারফর্মার বোলিংয়ে তার নাম রয়েছে। তাকে ডাকা হলে সে সেটার যোগ্য। আরিফুল হকও গত দুই-তিন বছর ধরে বিপিএলে সমানভাবে ভালো খেলে যাচ্ছে।’ তামিম আরও যোগ করেন, ‘আর আমরা সব সময়ই বলে থাকি তাকেই দলে ডাকা উচিৎ যে ম্যাচ শেষ করে আসতে পারবে, যে বিগ হিট নিতে পারে। সেদিক থেকে রাহী আর আরিফুলকে সুযোগ দেওয়া যেতে পারে।’
এ সময় তামিম বাংলাদেশের আগামী এক বছরের সূচি নিয়েও কথা বলেন, ‘এখন পরিস্থিতিটা একটু আলাদা। আপনি যদি দেখেন আমরা নরমালি টি-টোয়েন্টি খেলতাম খুবই কম। কিন্তু আপনি যদি আমাদের পরবর্তী ৬ মাস বা এক বছরের সূচি খেয়াল করেন, আমরা কিন্তু প্রচুর টি-টোয়েন্টি খেলবো। ওয়ানডের চেয়েও বেশি টি-টোয়েন্টি খেলা আছে পরবর্তী একবছরের মধ্যে। আমরা এখানেও ২টি ম্যাচ খেলবো, আশা করি শ্রীলঙ্কায় ৫টি খেলবো, তারপর ওয়েস্ট ইন্ডিজেও ২-৩টা টি-টোয়েন্টি আছে। তাই দলকে এখন থেকেই ভাবতে হবে। এটাই সঠিক সময় দলকে ব্যালান্স করার পরিকল্পনা করার। কারণ ২০২০ সালে বিশ্বকাপ আছে।’
শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে কেমন হবে টি-টোয়েন্টিতে-এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম জানান, ‘গত কদিনে মনে হচ্ছে তারা ভালো করছে। তারা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ, কিছুটা আমাদের মতোই। আমি বলবো না তারা এগিয়ে আছে। বলবো দুই দলই সমান সামর্থ্যরে, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।