Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেরেই চলেছে ইংল্যান্ড

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : শেষ ৩ ওভারে দরকার ৩৭ রান, হাতেও আছে ৪ উইকেট। কিন্তু হিসাবটা মেলানো গেল না। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডও তিন ম্যাচের একটিতেও জিততে পারল না। গতকাল ওয়েলিংটনে ইংলিশদের ১২ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের অপর দল অস্ট্রেলিয়া টানা তিন জয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করে নিউজিল্যান্ড। ওপেনার কলিন মুনরো দ্রæত ফিরলেও, আরেক ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের দৃড়তায় বড় সংগ্রহের পথ পেয়ে যায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করার পর উইলিয়ামসনের সাথে ৮২ রান যোগ করেন গাপটিল। মারকুটে ওপেনার থামেন ব্যক্তিগত ৬৫ রানে (৪০ বলে)। তাকে ছাড়িয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হন উইলিয়ামসন। ৪টি করে চার ও ছক্কায় ৪৬ বলে ৭২ রান করে আউট হন কিউই দলপতি। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ।
বড় লক্ষ্যে শুরুটা ভালো না হলেও, অ্যালেক্স হেলস ও ডেভিড মালানের ব্যাটে ম্যাচে ভালোভাবেই টিকে ছিলো ইংল্যান্ড। কিন্তু বাকিদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রানে আটকে যায় সফরকারীদের ইনিংস। ৬টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৭ রান করেন হেলস। ৪০ বলে ৫৯ রানে আউট মালান। বাকিদের মধ্যে বিশোর্ধো রানের ইনিংস খেলেন কেবল ডেভিড উইলি (১০ বলে ২১)। ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও ইশ সোদি নেন দুটি করে উইকেট।
আগামী ১৬ ফেব্রæয়ারি অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর ১৮ ফেব্রæয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে কিউইরা। ফাইনালে খেলতে হলে শেষ দু’ম্যাচে একটি জয় পেলেই চলবে নিউজিল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৯৬/৫, ২০ ওভার (উইলিয়ামসন ৭২, গাপটিল ৬৫; রশিদ ২/৩৬, উড ২/৫১)।
ইংল্যান্ড : ১৮৪/৯, ২০ ওভার (মালান ৫৯, হেলস ৪৭; স্যান্টনার ২/২৯, সোদি ২/৪৯, বোল্ট ২/৪৯)।
ফল : নিউজিল্যান্ড ১২ রানে জয়ী।
ম্যাচ সেরা : কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ