নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন ২৯তম জাতীয় সিনিয়র পুরুষ ও চতুর্থ সিনিয়র মহিলা বক্সিং প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। সার্ভিসেস,বিকেএসপি, জেলা ক্রীড়া সংস্থা মিলিয়ে মোট ১১০টি সংস্থা এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। দল বেশী হলেও অংশগ্রহণকারী বক্সারের সংখ্যা মাত্র ১৭০জন (পুরুষ ১১৭ ও মহিলা ৫৩ জন)। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন,‘ জাতীয় চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। তবে দল অনুপাতে অংশগ্রহণকারীর সংখ্যা কম মনে হলেও আমরা গুণগত ব্যাপারটি নজর দিয়েছি। বিভাগ ও জেলা থেকে বাছাই করে খেলোয়াড় আনা হয়েছে।’ এবারের চ্যাম্পিয়নশিপে বাড়তি আকর্ষণ সাফওয়ান। লন্ডন থেকে এসেছেন এই বক্সার জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে। তার সম্পর্কে কুদ্দুস বলেন,‘প্রবাসি এই বক্সার লন্ডনে ভালো পারফরম্যান্স করছে। বাংলাদেশে খেলার ইচ্ছে রয়েছে তার। জাতীয় প্রতিযোগিতায় ভালো করলে সামনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ’ কমনওয়েলথ গেমসে ইতোমধ্যে বক্সারদের নাম নিবন্ধন হয়েছে। এশিয়ান গেমসে নেই বক্সিং। সামনে বক্স্রিংয়ের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়তো সুযোগ মিলতে পারে সাফওয়ানের। থাইল্যান্ডে কিংস কাপে একটি আমন্ত্রণ রয়েছে বাংলাদেশের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।