Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুপার টেস্টে হকি খেলোয়াড়রা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : এশিয়ান গেমস হকির বাছাই পর্বকে সামনে রেখে বর্তমানে অনুশীলন ক্যাম্পে রয়েছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হতে পারলেই পাওয়া যাবে জাকার্তা এশিয়ান গেমসের টিকিট। তাই কাম্পে খেলোয়াড়রা প্রশিক্ষণে খুবই মনযোগী। হকি স্টিক হাতে বেশ ক’দিন অনুশীলনের পর জাতীয় হকি দলের সদস্যদের নেয়া হল কুপার টেস্ট। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২ মিনিটের রানিংয়ে ছিলেন মামুনুর রহমান চয়নরা। দৌড়ের মাধ্যমে খেলোয়াড়দের দমের পরীক্ষা নিলেন কোচ মাহবুব হারুন। এই সময়ের মধ্যে স্টেডয়ামের টার্ফে কে কত মিটার দৌঁড়াতে পারেন, সেটাই ছিল কুপার টেস্ট। এ প্রসঙ্গে কোচ বলেন,‘ আজ খেলোয়াড়দের দমের পরীক্ষা নেয়া হল। মাঠেতো তারা স্টিক হাতে খেলে থাকে। হকিতে খেলোয়াড় পরিবর্তনের কোন সংখ্যা নির্দিষ্ট থাকে না। অধিকাংশই পুরো ৬০ মিনিট মাঠে দৌঁড়াতে পারে না। তাই এই পরীক্ষার মাধ্যমে তাদের দমের পরীক্ষা নেয়া হল।’ গোলরক্ষক অসীম গোপ বলেন, ‘কুপার টেস্ট আমাদের আগেও করানো হয়েছে। এবারও সেই পরীক্ষা দিলাম। ভালেই হয়েছে। এতে আমাদের দৌঁড়ের পরীক্ষা হয়ে থাকে।’ আলমগীর শিকদার বলেন, ‘মাঝে মধ্যে এমন পরীক্ষা হলে ভালোই হয়। এতে আমাদের সামর্থ্যরে পরীক্ষাও হয়ে যায়।’ তবে বাবা মারা যাওয়ায় কালকের কুপার টেস্টে ছিলেন না জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ