নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত বছরের অক্টোবর থেকেই কোচ বিহীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। স¤প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও তারা মাঠে নেমেছে কোচ ছাড়াই। আর এর ফল হাতেনাতেই পেয়েছে টাইগাররা।
তবে এই অচলাবস্থা দ্রæতই কেটে যাবে বলে আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূসের। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের জন্য একজন প্রধান কোচ নিয়োগ দেয়া এখন সবথেকে বেশি জরুরী উল্লেখ করে জালাল ইউনুস বলেছেন, ‘মূলত আমরা কোচ নিয়েই (আজ) বসেছিলাম। যেহেতু হেড কোচ খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবচেয়ে প্রায়রিটি হল বাংলাদেশ টিমে একজন হেড কোচ অ্যাপয়েন্ট করা।’
হুট করে কোনো কোচকে নিয়োগ দেয়ার পক্ষে নয় বিসিবি। আর সেই কারণেই বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে বোর্ড বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার সেধরনের একজনকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে। হুট করে আমরা কাউকে নিয়োগ দিতে চাচ্ছি না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।