Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ৮:০০ পিএম

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে রোববার ইতালির রোমে পৌঁছান। পোপের আমন্ত্রণে সোমবার স্থানীয় সময় সকালে তিনি ভ্যাটিকান সফরে যান।

 

ভ্যাটিকান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চিত্রকর্ম উপহার দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে একটি ক্রেস্ট উপহার দেন এই ক্যাথলিক ধর্মগুরু।

 

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেন পোপ ফ্রান্সিস। ওই সফরের দুই মাসের মাথায় ফের তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হলো।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে রোববার ইতালি পৌঁছান।

 

প্রধানমন্ত্রী ইফাদ’র ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে মঙ্গলবার যোগদান করবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন। বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ