Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননায় তারেক রহমান জড়িত -ওবায়দুল কাদের

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৯ পিএম | আপডেট : ১:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বাংলাদেশ দূতাবাস ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক রহমান জড়িত। তিনি বলেন, তারেক রহমান লন্ডনে অবস্থান করে নানাভাবে এ ঘটনা সংগঠিত করেছে। বিষয়টি ইন্টারপোল সদর দপ্তরে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার- টেকনাফ সড়ককে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কে নামকরণ ও গেইট উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে দলটির এমন অভিযোগে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভাঙার জন্য বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট।
এসময় তিনি আরও বলেন, জেলখানাকে খালেদা জিয়া গুলশানের বাসভবন মনে করলে ভুল করবেন।
মন্ত্রীর সাথে ছিলেন সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।
এরপর ওবায়দুল কাদের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। পরিদর্শন শেষে উখিয়ার কোটবাজার ষ্টেশনে এক পথ সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ