Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ এখন ঋণদাতা দেশ : ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৩:১১ পিএম | আপডেট : ৩:৪৩ পিএম, ১৯ জুন, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১২ বছর আগে প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া একটি দেশের দায়িত্ব নিয়ে বদলে ফেলেছেন। বাংলাদেশ এখন ঋণগ্রহীতার দেশ নয় বরং বাংলাদেশ ঋণদাতা দেশ। বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ দিয়েছে। এদেশের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবদিক দিয়ে পাকিস্তান থেকে এগিয়ে আছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানী থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, চট্টগ্রাম একটি মায়াবী শহর। এ শহর আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এ শহরে জন্ম নিয়েছেন- মাস্টার দা সূর্য সেন, জহুর আহমেদ, এমএ মান্নানের মতো গুণী ব্যক্তি। সম্মেলন আয়োজনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের সম্মেলন দ্রুত শেষ করার চেষ্টা করেন। এ সময় অনুষ্ঠান এক-দেড় ঘণ্টার বেশি করা ভালো না। অতিথিও কম দাওয়াত দেয়া উচিৎ। কারণ দেশে করোনার সংক্রমণ বাড়তির দিকে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। মন্ত্রী আরও বলেন, এক সময় বাংলাদেশকে যারা গুরুত্ব দিত না, তারাও এখন সমীহ করে। এর কারণ এ দেশের অগ্রগতি।
বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এদেশে একটি দল আছে, যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। যারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যা দেখে। দলটির নাম বিএনপি। তারা অপপ্রচারের মাধ্যমে এদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে বেলা ১১টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। অনলাইনে রাজধানী থেকে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন।



 

Show all comments
  • Dadhack ১৯ জুন, ২০২১, ৪:৫৫ পিএম says : 0
    বাংলাদেশের কোটি কোটি লোক গরিব,প্রতিদিন তার গোশত, মাছ, ডিম, দুধ, ফলমূল খেতে পায়না..বস্তির মত ঘরে বাস করে... যানজটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় আরো কত ধরনের সমস্যার মধ্যে আমরা আছি সেগুলো সমাধান না করে আমরা আরেক দেশকে ঋণ দিচ্ছি আর গর্ব করে বলি যে আমরা এখন ঋণদাতা........ মাশাল্লাহ?
    Total Reply(0) Reply
  • Mohammad Mosharaf Mojumder ১৯ জুন, ২০২১, ৬:২৮ পিএম says : 0
    মারহাবা মারহাবা।ওবায়তুল কাকু আপনাকে অভিনন্দন।কথাটা বলার আগে একটু ভেবে নেওয়া দরকার ছিলো...।দেশটাকে আর দেশের মানুষগুলোকে একটু দেখেন।হাজারো মানুষ এখনো দারিদ্র সীমার নিচে...।অনেকেই এখনো দুবেলা পেটভরে খেতে পায় না...।এরকম অসংখ্য সমস্যায় জর্জরিত এই দেশটা।সে দিকে কোন খেয়াল নেই আপনাদের..।আছে শুধু চাপাবাজি।দৃষ্টিভঙ্গি বদলান,দেশটাও বদলে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ