বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এমএ মান্নান (র)’র সহধর্মিনী ও ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের মাতা হোসনে আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় গতকাল সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের আয়োজনে লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহায হাফিয সাব্বির আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মিশরের বিশ্বকারী মরহুম আব্দুল বাসিতের ছেলে বিশ্বকারী ইয়াসির আব্দুল বাসিত।
বিশেষ অতিথি ছিলেন ব্রিকলেন জামে মসজিদের খতিব ও দারুল হাদিস লতিফিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. নজরুল ইসলাম, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উপদেষ্টা আলহাজ মো. এমাদ উদ্দিন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, লন্ডন আক্সব্রিজ জামে মসজিদের খতিব হাফিয মাওলানা করিমুল ইসলাম।
সভায় ইনকিলাব সম্পাদকের মায়ের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি বিশ্বকারী ইয়াসির আব্দুল বাসিত।
সভাপতির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেন, মুহতারামা হোসনে আরা বেগম একজন রতœগর্ভা মা ও সম্মানীত নারী ছিলেন। মাওলানা এমএ মান্নান (র.) এর সহধর্মিনী হিসাবে তিনি অনেক সেবামূলক কাজের অংশীদার ছিলেন। ব্যক্তিগতভাবেও তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তার ইন্তেকাল আমাদের মনেও বিয়োগের জন্ম দিয়েছে। আল্লাহ পাক এই গুনী নারীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। পরিবারের সকলকে সবর করার তৌফিক এনায়েত করুন।
উল্লেখ্য, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের মাতা হোসনে আরা বেগম গত শুক্রবার রাত দেড়টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।