Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার জরিমানা

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : অবশেষে ভারতকে বশে এনেছে দক্ষিণ আফ্রিকা। তাতে সিরিজটাও জীবিত থাকল। অবশ্য হার এড়াতে ৬ ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচেও জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। পরশু জোহানেসবার্গে বৃষ্টি বিঘিœত ম্যাচে বিরাট কোহলির দলকে ৫ উইকেটে হারায় প্রোটিয়ারা। কিন্তু একই সঙ্গে একটা দুঃসংবাদও শুনতে হয় তাদের। ¯েøা ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দরটিকে।
এজন্য পুরো দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়ে নিজেদের বোলিং কোটা শেষ করে দক্ষিণ আফ্রিকা। তাই নিয়ম অনুযায়ী দলের প্রত্যেককে ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ক এইডেন মার্করামকে ২০ শতাংশ জরিমানা গুনতে হবে। আগামী ১২ মাসের মধ্যে অধিনায়ক হিসেবে আবারো ¯েøা-ওভার রেট হলে এক মাচ নিষিদ্ধ হবেন মার্করাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ