Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগোলেন মুস্তাফিজ পেছালেন তামিম

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : পাঁচদিন ধৈর্য্যরে ফসল চট্টগ্রাম টেস্ট। যদিও ফল পায়নি কোন দল। তবুও টেস্টের বিচারে নির্বিষ বোলিংয়ের পরও একশ’তে একশ’ পেয়েছে বাংলাদেশের ব্যাটিং। ঠিক তার উল্টো চিত্র মিরপুরে। ৫ দিনের টেস্ট আড়াই দিনেই হেরে বসেছে সেই দলটিই! এবার ব্যাটসম্যানরা ফ্লপ হলেও খুব একটা খারাপ করেনি বোলাররা। কাঠগড়ায় উইকেটকে তুললেও আড়ালে আবডালে নির্বাচকদের দায়টাও চোখে পড়েছে বেশ মোটা দাগে। আর এই লজ্জার হারের রেশ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের বেশিরভাগই পিছিয়েছেন র‌্যাঙ্কিংয়ে, এগিয়েছেন বোলাররা।
ম্যাচে দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ। উঠেছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে। চার বছর পর দলে ফিরে আব্দুর রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট। র‌্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন ৯৫তম স্থান দিয়ে।
ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, সা¤প্রতিক সময়ে যা যথেষ্টই বিরল। সেটির খেসারত দিতে হয়েছে এই ওপেনারকে। ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে। তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন আটাশে। তিন ধাপ পিছিয়েই তিরিশে মুমিনুল হক। ছয় ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৫৪তম। আর সাব্বির রহমান পিছিয়েছেন ১৭ ধাপ, চলে গেছেন একশর বাইরে (১০৪তম)। তবে খেলতে না পারলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ