Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যারিজোনায় পর্যটকবাহী কপ্টার বিধ্বস্ত, নিহত ৩

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। হুয়ালাপাই ন্যাশনাল পুলিশের প্রধান ফ্রান্সিস ব্র্যাডলি জানান, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে একজন পাইলট ও ছয় পর্যটক ছিলেন। তিনি বলেন, সেখানে ঝড়ো বাতাস বইছে। চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এলাকাটি সমতলও নয়। ফলে আহতদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। আরিজোনাভিত্তিক একটি সংবাদমাধ্যমের টুইটারে পোস্ট করা ছবিতে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র অ্যালেন কেনিৎজার বলেছেন, প্যাপিলন এয়ারওয়েজের হেলিকপ্টার ইসি-১৩০ বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ তদন্ত করবে। দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পর্যটন প্রতিষ্ঠান প্যাপিলনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ