Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে ফাটল ধরার কথা অস্বীকার

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ‘কোনো ধরনের মতপার্থক্য’ নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে শনিবার তিনি এ কথা বলেন বলে খবর বিবিসির। পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে পূর্ণ সমঝোতা রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দশককাল ধরে মুখোমুখি অবস্থানে থাকা দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এবারের অলিম্পিককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয় থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের হাতে উত্তরের শীর্ষ নেতার আমন্ত্রণপত্রও পৌঁছেছে। ওই পত্রে দক্ষিণের প্রেসিডেন্টকে পিয়ংইয়ংয়ে গিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন উত্তরের নেতা কিম জং উন। শেষ পর্যন্ত এটি ঘটলে তা হবে কয়েক দশকের মধ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের প্রথম কোনো সম্মেলন। আমন্ত্রণ গ্রহণ করে মুন বৈঠকটি ‘অনুষ্ঠিত হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন। তিনি উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা করতেও উৎসাহিত করেছেন। পর্যবেক্ষকদের আশঙ্কা, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা দুই দেশের কাছে আসার সম্ভাবনাকে ফের অসম্ভব করে তুলতে পারে। মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ সব ধরনের চাপ অব্যাহত রাখতে চায়। প্রায়ই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাকযুদ্ধেও জড়াতে দেখা গেছে। দেশে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে বলা পেন্সের কথাতেও ছিল একই সুর। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ