Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওহাইওতে কলে সাড়া দিয়ে প্রাণ গেল ২ পুলিশ কর্তার

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৯১১ কলে সাড়া দিতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। গত শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে এক পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি নাম্বারে ফোন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ধরা গলায় মোরবিটজার বলেন, তারা দুইজন আমাদের অন্যতম সেরা (কর্মকর্তা) ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমত সাড়া দিয়েছিলেন। ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির শারীরিক অবস্থা ও তার পরিচয় প্রকাশ করা হয়নি। কলম্বাস পুলিশের নেতৃত্বে গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মোরবিটজার। ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। শনিবারের ঘটনা বাদেই চলতি বছর যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনরত অবস্থায় ১২ আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জন আগ্নেয়াস্ত্র সম্পর্কিত ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মেমোরিয়াল ফান্ড। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ