মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সাথে ইসলামী স্টেট (আইএস) গ্রæপের সদস্যদের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন জিহাদী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটির ফর হিউম্যান রাইটস-এর প্রধান রামি আদেল রহমান বলেন, শনিবার সিরিয়ার সরকারী বাহিনীর সাথে আইএস জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন আইএস সদস্য নিহত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর অনুগত সৈন্যরা গত ডিসেম্বরে ইদলিব পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। সিরীয় বাহিনী শুক্রবার ইদলিব প্রদেশ থেকে আইএসকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিরিয়ায় অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহŸান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরে ইসরাইল হামলা চালানোর পর গত শনিবার তিনি এ আহŸান জানান। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারেক এক বিবৃতিতে বলেন, তিনি সিরিয়া ও এ অঞ্চলে সংশ্লিষ্ট সকলকে অবশ্যই আর্ন্তজাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। দুজারেক আরো বলেন, তিনি অবিলম্বে ও নিঃশর্তভাবে সহিংসতা হ্রাস ও সংযত হতে সকলের প্রতি আহŸান জানিয়েছেন। একইসঙ্গে তিনি যুদ্ধ বন্ধে দ্রæত রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার কথাও বলেন। ইসরাইল শনিবার সিরিয়ায় ইরানী লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ প্রেক্ষিতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের আকাশে একটি এফ-১৬ যুদ্ধ বিমান ভূপাতিত করে। ইরানের একটি ড্রোন তেল আবিবের আকাশ সীমায় প্রবেশের পর ইসরাইল এ হামলা চালিয়েছে বলে তারা দাবি করে। সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর ইসরাইল ও ইরানের মধ্যে এটিই সবচেয়ে বড়ো ধরণের সংঘাতের ঘটনা। এদিকে ইসরাইলী দূত ড্যানি ড্যানন এ ঘটনার নিন্দা জানানোর এবং ইরানী উস্কানি বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানিয়েছেন। কিন্তু কূটনৈতিকরা বলছেন, তীব্র উত্তেজনা সত্তে¡ও অবিলম্বে নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কোন পরিকল্পনা নেই। তবে সিরীয় সংকট নিয়ে আগামী বুধবার নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।